Tuesday, January 13, 2026

লিফটের দরজায় আটকে মর্মান্তিক পরিণতি বছর ২৬-র স্কুল শিক্ষিকার

Date:

Share post:

লিফটের (Lift) ভিতরে সবেমাত্র একটি পা রেখেছেন। তখনও বাইরে পুরো শরীর। সেই অবস্থাতেই চলতে শুরু করল লিফট। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটল মহারাষ্ট্রের পশ্চিম মালাডে (West Malad)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেলেন ২৬ বছরের এক স্কুল শিক্ষিকা (School Teacher)। গুরুতর আহত (Critically Injured) অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা (Unnatural Death) রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ (police)। লিফটে কোনও যান্ত্রিক গোলযোগ (Technical Problem) ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মহারাষ্ট্রের পশ্চিম মালাডের সেন্ট ম্যারি (St Mary’s School) নামে একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের (English Medium School) ঘটনা। সেই স্কুলেই পড়াতেন ২৬ বছর বয়সী গিনেল ফার্নান্ডেজ (Ginel Fernandez) নামের ওই সহকারী শিক্ষিকা (Assistant Teacher)। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে সাত তলা থেকে দু’তলায় নামার জন্য তিনি লিফটে উঠতে গেলেই দুর্ঘটনা ঘটে। তাঁর একটি পা লিফটে ঢোকানোর পরই সেটি চলতে শুরু করে।

একটি পা লিফটে ঢুকলেও তাঁর পুরো শরীরটাই বাইরে ছিল। এমন অবস্থাতেই নীচের দিকে নামতে শুরু করে লিফট। এরপর দেয়াল ও লিফটের মধ্যে আটকে যান গিনেল। প্রাণে বাঁচতে শুরু করেন চিৎকার। শিক্ষিকার গলার আওয়াজ শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী এবং শিক্ষার্থীরা। তাঁরাই গুরুতর আহত শিক্ষিকাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্কুলের অন্যান্য শিক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কি করে এমন চরম দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে।

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...