Friday, November 14, 2025

আপের প্রচার নয়: গুজরাটে সংবাদমাধ্যমকে হুমকি খোদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার!

Date:

বিজেপি শাসিত গুজরাটে(Gujrat) আসন্ন বিধানসভা নির্বাচনে(Assembly Election) গেরুয়া শিবিরের মূল প্রতিদ্বন্দ্বী কেজরিওয়ালের দল আম আদমি পার্টি(AAP)। তাদের থামাতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না গেরুয়া শিবির। আপ নেতৃত্বকে দুর্নীতির জালে ‘ফাঁসানোর’ চেষ্টার পাশাপাশি সংবাদমাধ্যম যাতে আপের সম্প্রচার না করে তার জন্য হুমকি দেওয়া হল খোদ সংবাদমাধ্যমকে। আর এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হীরেন যোশির(Hiren Yoshi) বিরুদ্ধে। এই ইস্যুতেই এবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arbind Kejriwal)।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান। গুজরাট নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে আপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন তিনি। তাঁর দলের নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রথম জাতীয় কনক্লেভে ভাষণ দেওয়ার সময় কেজরিওয়াল বলেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকার তাঁর দলের মন্ত্রী ও নেতাদের মিথ্যা দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে কারণ বিজেপি গুজরাতে আপের ক্রমবর্ধমান জনপ্রিয়তা হজম করতে পারছে না।” কেজরিওয়ালের কথায়, “গুজরাট বিধানসভা নির্বাচনের আগে AAP-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার জেরে বিজেপি এতটাই বিচলিত যে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হীরেন যোশি বেশ কয়েকটি টিভি চ্যানেলের মালিক এবং তাদের সম্পাদকদের গুজরাটে AAP পার্টির সমাবেশের কভারেজ না দেওয়ার জন্য হুমকি দিয়ে জানিয়েছেন, তাদের ভয়ানক পরিণতি হতে পারে।”

বিজেপির এহেন কাজের জেরে গেরুয়া শিবিরকে সতর্ক করে কেজরি জানান, “এটা করা বন্ধ করুন। যদি এই সম্পাদকরা জোশীর বার্তাগুলির স্ক্রিনশট শেয়ার করেন, তাহলে প্রধানমন্ত্রী এবং তাঁর উপদেষ্টা উভয়ই দেশের কাছে তাদের মুখ দেখানোর অবস্থানে থাকবেন না।” একইসঙ্গে জানান, “আমরা গুজরাটে সরকার গঠন করতে যাচ্ছি। শুধুমাত্র একজন অসৎ ব্যক্তি, একজন দুর্নীতিবাজ এবং একজন বিশ্বাসঘাতকই বলবে যে, বিনামূল্যে কিছু দেওয়া দেশের জন্য ভালো নয়। যদি কোনো রাজনীতিবিদ বলেন বিনামূল্যের দ্রব্য দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে, তাহলে তার উদ্দেশ্য ঠিক নয়।”

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version