Friday, November 14, 2025

নিজাম প্যালেসে পার্থ- কল্যাণময়ের স্বাস্থ্যপরীক্ষা, শারীরিক অবস্থা স্বাভাবিক

Date:

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর এখন সিবিআই (CBI) হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই মামলায় গ্রেফতার হয়ে নিজাম প্যালেসেই রয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহা। রবিবার নিজাম প্যালেসে এসে এই তিনজনেরই স্বাস্থ্যপরীক্ষা করেছেন চিকিৎসকরা। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, আপাতত তিনজনের শারীরিক অবস্থা স্বাভাবিকই আছে।।

যদিও তাঁদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা প্রয়োজন।এতদিন জোকার ইএসআই হাসপাতালে সেই পরীক্ষা করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ মতো ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও ধৃত বাকি দু’জনের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। যদিও রবিবার তাঁদের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিমে ২ চিকিৎসককে আনা হয় নিজাম প্যালেসে (Nizam Palace)। তাঁরাই তিনজনের স্বাস্থ্যপরীক্ষা করেন।

পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, সমস্ত প্যারামিটার প্রায় স্বাভাবিক। নিজাম প্যালেসের এসএসও বিল্ডিংয়ের দুই গেস্টরুমে রয়েছেন  ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং এসএসসি কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শুক্রবার থেকে সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ।জানা গিয়েছে, শনিবার সকালে আইনজীবীর কাছে সিবিআইয়ের বিরুদ্ধে অনুযোগ জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই হেফাজতের প্রথম রাতেই ওষুধের অনিয়ম হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী এমনই দাবি করেছেন।

তিনি আগেই জানিয়েছিলেন, সারাদিনে প্রচুর ওষুধ খেতে হয়। কিন্তু কখন কোন ওষুধ দিতে হবে, তা সিবিআইয়ের কাছে এখনও স্পষ্ট নয়। এদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর চিকিৎসায় একটি বিশেষ মেশিন ব্যবহৃত হয়। যে সেই মেশিনটি প্রস্তুত করেন, তিনিও শুক্রবার অনুপস্থিত ছিলেন। ফলে বেকায়দায় পড়তে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে, এমনই জানা গিয়েছে আইনজীবী সূত্রে।সেই কারণে আজ তড়িঘড়ি স্বাস্থ্যপরীক্ষা করা হল।এরপর তাঁরা কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এসপি সিনহার স্বাস্থ্যপরীক্ষা করেন। তাঁদেরও শারীরিক অবস্থা মোটের উপর স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version