বহিরাগত এনে ব্যাপক হিংসা, নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি

শুভেন্দুগড় নন্দীগ্রামে(Nandigram) সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যাপক অশান্তির অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। বাইরে থেকে লোক এনে হিংসা চালানো হয় নির্বাচনী এলাকায়। হিংসাকে হাতিয়ার করেই সমবায় সমিতির নির্বাচনে জয় পেল বিজেপি(BJP)।

রবিবার নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। সকাল ১০টা থেকে শুরু হয় নির্বাচন। এরপরই বহিরাগতদের এনে ভোটে অশান্তির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের সামনেই বচসায় জড়ান তৃণমূল ও বিজেপি কর্মীরা। রীতিমতো লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় পুলিশকে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিকেলে ভোট গণনায় দেখা যায়। লাগাতার হিংসা করে এই নির্বাচনে জয় হাসিল করেছে বিজেপি। ১২ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। তৃণমূল জিতেছে একটি আসনে। অবশ্য এই নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে বলে তৃণমূল ও স্থানীয়দের তরফে অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে।