Asansol: জামুড়িয়ার কয়লাখনিতে ছাদ ধসে মৃত এক শ্রমিক

খনির চাল ধসে পড়লে গুরুতর আহত হন সওদাগর ভূঁইয়া (Saudagar Bhuiyan)নামে এক খনি কর্মী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয় নি। ঘটনার জেরে ইসিএল (ECL) কর্তৃপক্ষের দিকে আঙুল তুলছেন শ্রমিকরা।

ফের কয়লাখনিতে (ECL Coalmine)দুর্ঘটনা। খনির চাল ধসে মৃত্যু হল কর্মরত এক শ্রমিকের। রবিবার সাতসকালে আসানসোলের জামুড়িয়া থানার (Jamuria Police Station)শ্রীপুর ফাঁড়ি এলাকার সাতগ্রাম এরিয়ার সাতগ্রাম ইনক্লাইনে প্রতিদিনের মতোই কাজ চলছিল। হঠাৎই খনির চাল ধসে পড়লে গুরুতর আহত হন সওদাগর ভূঁইয়া (Saudagar Bhuiyan)নামে এক খনি কর্মী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয় নি। ঘটনার জেরে ইসিএল (ECL) কর্তৃপক্ষের দিকে আঙুল তুলছেন শ্রমিকরা।

খনিতে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বারবার খনি মালিকদের দিকে উঠছে আঙুল। কোলিয়ারির এজেন্ট কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান খনির শ্রমিকরা। কোলিয়ারির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ বাড়তে থাকলে পরবর্তীতে জামুড়িয়া থানার পুলিশ এবং ইসিএল-এর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। শ্রমিকদের দাবি, কয়লাখনির চাল ঠিকভাবে মজবুত না থাকায় এমন দুর্ঘটনা হামেশাই ঘটেছে। তাই অবিলম্বে নিহত শ্রমিকের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্যের দাবি তোলেন তাঁরা। গাফিলতির অভিযোগ তুলে ইসিএল (ECL) কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলছেন কর্মরত শ্রমিকরা। তাঁদের দাবি কর্তৃপক্ষকে অবশ্যই শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

Previous article‘বিরাট-রোহিতের থেকে অনেক ক্ষমতা রাহুলের’, বললেন গম্ভীর
Next articleনন্দীগ্রামে নির্বাচন ঘিরে তুলকালাম, বহিরাগত এনে বিশৃঙ্খলা বিজেপির