Sunday, August 24, 2025

হাই মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদা, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

Date:

হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে (High Madrasa Management Committee Election) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মালদার (Malda) চাঁচল ও রতুয়ায়। রবিবার প্রথমে মালদার চাঁচলে নয়া তুলি মহানন্দাপুর হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনার খবর প্রকাশ্যে আসে। পরে রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাটনা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচনে হার নিশ্চিত (Certain Defeat) জেনেই অশান্তি পাকানোর চেষ্টা করছে কংগ্রেস (Congress) ও সিপিএম (CPIM) এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এদিন বুথের ১০০ মিটারের মধ্যেই জমায়েতের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওঠে ছাপ্পা ভোটের অভিযোগও।

এরপর পুলিশ বুথের সামনে থেকে কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকদের সরিয়ে দেতে গেলেই বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় মালদার দুই নির্বাচন কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় র্যা ফ (RAF)।

তবে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মালদা জেলার তৃণমূল (Malda TMC) শীর্ষ নেতৃত্ব। মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সী (Abdul Rahim Bakshi) জানান, আমরা সুষ্ঠ নির্বাচন (Fair Election) চাই। কংগ্রেস ও সিপিএম-র আনা সমস্ত অভিযোগই মিথ্যা (False) ও ভিত্তিহীন (Baseless)। ওদের হার নিশ্চিত জেনেই এমন অশান্তি করছে।

অন্যদিকে, রবিবার রতুয়া-১ ব্লকের চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাটনা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিরোধীদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় র্যাফ।

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version