Monday, November 10, 2025

ব্রিটেনের রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Date:

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯ সেপ্টেম্বর সোমবার ব্রিটেনের তাঁর শেষকৃত্য। সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষকৃত্য সম্পন্ন হবে রানির। ভারতের তরফে সেখানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবারই  তিনদিনের সফরে লন্ডন পৌঁছলেন তিনি।

আরও পড়ুন:রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

রানির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ করা হয়েছে। এরমধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অন্যরা। রবিবার বিকেলে বাকিংহাম প্রাসাদে রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ব্রিটেনের নয়া রাজা তৃতীয় চার্লস। সেখানে থাকবেন ভারতের রাষ্ট্রপতিও। এরপর সোমবার শেষকৃত্যে যোগ দিয়ে ফিরে আসবেন ভারতে।

সোমবার শোকযাত্রার সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে লন্ডনের ওয়েলিংটন আর্চে।সেখান থেকে দেহ আনা হবে উইন্ডসোর দূর্গে। পরে সেন্ট জর্জ চ্যাপেলে আসবে রানির মরদেহ। সেখানেই রাষ্ট্রপ্রধানদের হাজির থাকার কথা। স্বামী ফিলিপের কবরের পাশেই শায়িত থাকবে রানির কফিনও।

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথিড্রালে শেষবারের জন্য রানিকে বিদায় জানান হাজার হাজার মানুষ। স্কটিশ রাজধানীর পথে রানির কফিনের সঙ্গে পা মিলিয়েছিলেন তাঁর চার সন্তান-রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। কফিনবন্দি রানিকে শেষবারের মত চোখের দেখা দেখতে এডিনবরার রাস্তার দু’পাশে নেমেছিল মানুষের ঢল। আপাতত লন্ডনে রাখা রয়েছে রানির কফিনবন্দি দেহ।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version