Thursday, November 6, 2025

ডুরান্ড কাপ ( Durand Cup) চ‍্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি (BFC)। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনালে মুম্বই সিটি এফসি-কে (Mumbai City Fc) ২-১ হারাল সুনীল ছেত্রীর দল।

অধরা ডুরান্ড কাপ জয় সুনীল ছেত্রীর। এত দিন পর্যন্ত তাঁর ট্রফি ক্যাবিনেটে শুধু এই খেতাবটাই ছিল না। রবিবারের কলকাতা সেই স্বপ্নও পূরণ করে দিল বাংলার জামাইয়ের। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনালে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে হারিয়ে দিল মুম্বই সিটি এফসি-কে। বেঙ্গালুরুর হয়ে গোল করেন শিবশক্তি এবং অ্যালান কোস্তা। মুম্বইয়ের একমাত্র গোলদাতা আপুইয়া।

ঘরোয়া ফুটবলে আই লিগ, আইএসএল, ফেডারেশন কাপ, সুপার কাপের পর ডুরান্ড কাপও ঘরে তুলল বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন হয়ে সুনীল ট্রফি উৎসর্গ করলেন সতীর্থদের।
ডুরান্ডে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে এসেছিল দুই ফাইনালিস্ট। শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেই বাজিমাত করল সাইমন গ্রেসনের প্রশিক্ষণাধীন বেঙ্গালুরু। খেলার ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় বেঙ্গালুরু। রক্ষণ থেকে বল ভাসিয়েছিলেন জোভানোভিচ। মুর্তদা ফলকে টপকে গোল করেন শিবশক্তি। প্রতিযোগিতায় পঞ্চম গোল তাঁর। এবারের ডুরান্ডের আবিষ্কার দক্ষিণী তরুণ স্ট্রাইকার। তবে ম্যাচের ৩০ মিনিটেই খেলায় সমতা ফেরায় মুম্বই। গোল করেন আপুইয়া। ৩৮ মিনিটেই এগিয়ে যেতে পারত বেঙ্গালুরু। দুরন্ত শট নিয়েছিলেন রয় কৃষ্ণ। কিন্তু গোললাইন থেকে অনবদ্য সেভ করেন মুম্বইয়ের ছাংতে। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে এগিয়ে যায় বেঙ্গালুরু। সুনীলের কর্নার থেকে হেডে গোল করেন কোস্তা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই ম্যাচ জেতে বেঙ্গালুরু।

আরও পড়ুন:মঙ্গলবার মোহালিতে ভারতের ম‍্যাচ, বিপাকে পাঞ্জাব ক্রিকেট সংস্থা, বকেয়া পাঁচ কোটি মেটানোর নির্দেশ পুলিশের

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version