Thursday, August 21, 2025

ডুরান্ড কাপ ( Durand Cup) চ‍্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি (BFC)। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনালে মুম্বই সিটি এফসি-কে (Mumbai City Fc) ২-১ হারাল সুনীল ছেত্রীর দল।

অধরা ডুরান্ড কাপ জয় সুনীল ছেত্রীর। এত দিন পর্যন্ত তাঁর ট্রফি ক্যাবিনেটে শুধু এই খেতাবটাই ছিল না। রবিবারের কলকাতা সেই স্বপ্নও পূরণ করে দিল বাংলার জামাইয়ের। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনালে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে হারিয়ে দিল মুম্বই সিটি এফসি-কে। বেঙ্গালুরুর হয়ে গোল করেন শিবশক্তি এবং অ্যালান কোস্তা। মুম্বইয়ের একমাত্র গোলদাতা আপুইয়া।

ঘরোয়া ফুটবলে আই লিগ, আইএসএল, ফেডারেশন কাপ, সুপার কাপের পর ডুরান্ড কাপও ঘরে তুলল বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন হয়ে সুনীল ট্রফি উৎসর্গ করলেন সতীর্থদের।
ডুরান্ডে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে এসেছিল দুই ফাইনালিস্ট। শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেই বাজিমাত করল সাইমন গ্রেসনের প্রশিক্ষণাধীন বেঙ্গালুরু। খেলার ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় বেঙ্গালুরু। রক্ষণ থেকে বল ভাসিয়েছিলেন জোভানোভিচ। মুর্তদা ফলকে টপকে গোল করেন শিবশক্তি। প্রতিযোগিতায় পঞ্চম গোল তাঁর। এবারের ডুরান্ডের আবিষ্কার দক্ষিণী তরুণ স্ট্রাইকার। তবে ম্যাচের ৩০ মিনিটেই খেলায় সমতা ফেরায় মুম্বই। গোল করেন আপুইয়া। ৩৮ মিনিটেই এগিয়ে যেতে পারত বেঙ্গালুরু। দুরন্ত শট নিয়েছিলেন রয় কৃষ্ণ। কিন্তু গোললাইন থেকে অনবদ্য সেভ করেন মুম্বইয়ের ছাংতে। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে এগিয়ে যায় বেঙ্গালুরু। সুনীলের কর্নার থেকে হেডে গোল করেন কোস্তা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই ম্যাচ জেতে বেঙ্গালুরু।

আরও পড়ুন:মঙ্গলবার মোহালিতে ভারতের ম‍্যাচ, বিপাকে পাঞ্জাব ক্রিকেট সংস্থা, বকেয়া পাঁচ কোটি মেটানোর নির্দেশ পুলিশের

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version