Tuesday, August 26, 2025

‘লক্ষ্মীর ভাণ্ডার’ মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে: বিধানসভায় জানালেন মন্ত্রী শশী

Date:

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmi Bhandar) নিয়ে বিধানসভায় (West Bengal Assembly) জানালেন শিল্প তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী (Minister of Industry and child Welfare) শশী পাঁজা (Sashi Panja)। সোমবার রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক (TMC MLA) জুন মালিয়ার (June Malia) এক প্রশ্নের উত্তরের শিল্পমন্ত্রী জানান, গত একবছরে ১ কোটি ৮০ লক্ষ ৪ হাজার ৬৪৯ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছেন। তিনি বলেন, ২০২১ সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রকল্প শুরু হয়। চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত গত এক বছরে এই উন্নয়নমুখী প্রকল্পের মাধ্যমে প্রায় ৫৭১ কোটি টাকা সুবিধা প্রাপকদের মধ্যে বণ্টন করা হয়েছে।

শশী পাঁজা আরও জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ২৩ লক্ষেরও বেশি তফসিলি জাতি- উপজাতি (Scheduled Castes and Tribes) ভুক্ত মানুষ রাজ্য সরকারের আর্থিক সাহায্য পেয়েছেন। এঁদের মধ্যে তফসিলি জাতিভুক্ত মানুষের সংখ্যা ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৯৮ জন এবং তফসিলি উপজাতিভুক্ত মানুষের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ৮২৬ জন। এরপরই মন্ত্রী বিরোধীদের উদ্দেশে বলেন অনেকেই এই প্রকল্পকে ‘খয়রাতির প্রকল্প’ বলে কটাক্ষ করেছেন। কিন্তু এই প্রকল্পে মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাচ্ছেন। যা তাঁদের আত্মনির্ভরতার পাশাপাশি আত্মবিশ্বাসও প্রবলভাবে বাড়াতে সাহায্য করছে।
অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্যের সুবিধা প্রাপক মহিলারা ছেলে মেয়েদের লেখাপড়া, পারিবারিক ব্যবসা, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিনিয়োগের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের চিকিৎসা খাতেও কাজে লাগাতে পারছেন। উন্নতি ঘটছে তাঁদের পরিবারের আর্থ সামাজিক অবস্থারও- জানান শশী।

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version