Saturday, August 23, 2025

হিন্দি আইটেম সং গেয়ে ইউটিউবে প্রকাশ। আর তাতেই অশ্লীল মিউজিক ভিডিও ছড়ানোর অভিযোগে দুই ইউটিউবারকে গরম রডের ছ্যাঁকা দেওয়ার পাশপাশি বেধড়ক মারল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার রহড়া এলাকায়। সন্নতি মিত্র ও শ্রী ভদ্র নামে দুই ইউটিউবার মারাত্মকভাবে জখম হয়েছেন বলে খবর।ইতিমধ্যেই এর অভিযোগে রহড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দুই শিল্পী।

আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে কিশোরীকে ধ*র্ষণ, ‘দোষ’ প্রমাণের আগেই প্রশাসনের বুলডোজার গুড়িয়ে দিল ধৃতদের বাড়ি

সোদপুর অমরাবতী এলাকার বাসিন্দা সন্নতি মিত্র এবং শ্রী ভদ্র। অভিনয়ের পাশাপাশি তাঁরা মডেলিংও করেন। দু’জনেরই নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তাঁরা তাঁদের মিউজিক ভিডিও আপলোড করেন। গত ২ সেপ্টেম্বর ইউটিউবে ‘রসগোল্লা’ নামে একটি আইটেম সং আপলোড করেন উভয়েই। এক সপ্তাহের মধ্যেই সেই গান ভাইরাল হয়ে লক্ষাধিক ভিউও হয়।  এই ভিডিওতে তাঁদের দু’জনের পাশাপাশি দুই পুরুষ অভিনেতাকেও দেখা গেছে। এই ভিডিওটিকেই অশ্লীল বলে অভিযোগ তুলে কমেন্ট বক্সে কিছু মানুষ ওই দুই শিল্পীকে প্রাণে মারার হুমকিও দেন।

সন্নতির অভিযোগ, এই ভিডিওটিকে অশ্লীল বলে খবর রটানো হচ্ছে চারদিকে। তাঁর দাবি, ভিডিওটি ইউটিউবে হিট করেছে। সেই সাফল্য সেলিব্রেট করার জন্যই তাঁরা রহড়ার দোপেরিয়ায় এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথেই কয়েকজন যুবক তাঁদের রাস্তা আটকায়। সন্নতি ও শ্রীর অভিযোগ, ওই যুবকেরা বাইকে চেপে এসেছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল সন্নতি ও শ্রীকে। এমন অশ্লীল ভিডিও কেন আপলোড করা হয়েছে সেই নিয়ে হুমকি দেওয়া শুরু করে তাদের। আচমকাই বাইক থেকে নেমে রড দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে। দু’জনেরই মাথার পেছন দিকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। সারা শরীরেও গরম রড দিয়ে মারা হয়েছে।

Related articles

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...
Exit mobile version