Wednesday, November 12, 2025

হিন্দি আইটেম সং গেয়ে ইউটিউবে প্রকাশ। আর তাতেই অশ্লীল মিউজিক ভিডিও ছড়ানোর অভিযোগে দুই ইউটিউবারকে গরম রডের ছ্যাঁকা দেওয়ার পাশপাশি বেধড়ক মারল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার রহড়া এলাকায়। সন্নতি মিত্র ও শ্রী ভদ্র নামে দুই ইউটিউবার মারাত্মকভাবে জখম হয়েছেন বলে খবর।ইতিমধ্যেই এর অভিযোগে রহড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দুই শিল্পী।

আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে কিশোরীকে ধ*র্ষণ, ‘দোষ’ প্রমাণের আগেই প্রশাসনের বুলডোজার গুড়িয়ে দিল ধৃতদের বাড়ি

সোদপুর অমরাবতী এলাকার বাসিন্দা সন্নতি মিত্র এবং শ্রী ভদ্র। অভিনয়ের পাশাপাশি তাঁরা মডেলিংও করেন। দু’জনেরই নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তাঁরা তাঁদের মিউজিক ভিডিও আপলোড করেন। গত ২ সেপ্টেম্বর ইউটিউবে ‘রসগোল্লা’ নামে একটি আইটেম সং আপলোড করেন উভয়েই। এক সপ্তাহের মধ্যেই সেই গান ভাইরাল হয়ে লক্ষাধিক ভিউও হয়।  এই ভিডিওতে তাঁদের দু’জনের পাশাপাশি দুই পুরুষ অভিনেতাকেও দেখা গেছে। এই ভিডিওটিকেই অশ্লীল বলে অভিযোগ তুলে কমেন্ট বক্সে কিছু মানুষ ওই দুই শিল্পীকে প্রাণে মারার হুমকিও দেন।

সন্নতির অভিযোগ, এই ভিডিওটিকে অশ্লীল বলে খবর রটানো হচ্ছে চারদিকে। তাঁর দাবি, ভিডিওটি ইউটিউবে হিট করেছে। সেই সাফল্য সেলিব্রেট করার জন্যই তাঁরা রহড়ার দোপেরিয়ায় এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথেই কয়েকজন যুবক তাঁদের রাস্তা আটকায়। সন্নতি ও শ্রীর অভিযোগ, ওই যুবকেরা বাইকে চেপে এসেছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল সন্নতি ও শ্রীকে। এমন অশ্লীল ভিডিও কেন আপলোড করা হয়েছে সেই নিয়ে হুমকি দেওয়া শুরু করে তাদের। আচমকাই বাইক থেকে নেমে রড দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে। দু’জনেরই মাথার পেছন দিকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। সারা শরীরেও গরম রড দিয়ে মারা হয়েছে।

Related articles

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবন কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...
Exit mobile version