Monday, November 3, 2025

নগদে বেনামী অনুদান! রাজনৈতিক দলগুলির কোষাগারে এবার কোপ মারতে চলেছে কমিশন

Date:

দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি অনুদান পায়। ও অনেকাংশে সেই অনুদানের কোনও সরকারি নথি থাকে না। অর্থাৎ, কে বা কারা সেই অনুদান দিল, তার কোনও তথ্য রাজনৈতিক দলগুলো দিতে পারে না বা তাদের কাছে থাকে না। এবং এই লেনদেন হয় নগদে। এভাবেই অনেক রাজনৈতিক দলের কোষাগার ফুলেফেঁপে ওঠে বেনামী অনুদান। এভাবে অনেক কর্পোরেট সংস্থা, ব্যবসায়ীরা বেনামে রাজনৈতিক অনুদান দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে। ফলে কালো টাকার পরিমাণ বেড়ে যায়। এবার সেই কালো টাকাতেই কোপ মারতে চায় নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচন কমিশননের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে
কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে একটি চিঠি দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সেই চিঠিতে লিখেছেন, রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদান সীমাবদ্ধ করার কথা। যেখানে কালো টাকার মাধ্যমে নির্বাচনী তহবিল নির্মূল করতে বেনামী রাজনৈতিক অনুদানের পরিমাণ ২০ হাজার থেকে কমিয়ে ২ হাজারে আনার প্রস্তাব করেছেন
মুখ্য নির্বাচন কমিশনার। ভোটের প্যানেল জনপ্রতিনিধিত্ব আইনে বিভিন্ন সংশোধনের সুপারিশ করে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে এই চিঠি লেখা হয়েছে জানা গিয়েছে।

কমিশন সূত্রে খবর, বেশকিছু রাজনৈতিক দল ২০হাজার টাকার উপরে অবদান শূন্য হিসাবে দেখিয়েছে। অন্যদিকে, তাদের অডিটেড অ্যাকাউন্টের বিবৃতিতে প্রচুর রসিদ দেখানো হয়েছে, যা সবই ২০ হাজার টাকার সীমার তুলনায় কম। কমিশন নির্বাচনী তহবিল থেকে কালো টাকা কমানোর জন্য নগদ অনুদান ২০ শতাংশ অথবা সর্বোচ্চ ২০ কোটি টাকায় সীমিত করারও প্রস্তাব করেছে বলে জানা গিয়েছে। প্রার্থীকে নির্বাচন সংক্রান্ত অর্থ প্রদান এবং নির্বাচনী ব্যয়ের হিসাব কর্তৃপক্ষের কাছে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন:পুজোর আগে ভয়াবহ আগুন শহরের নামী পানশালায়, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version