Thursday, August 21, 2025

নগদে বেনামী অনুদান! রাজনৈতিক দলগুলির কোষাগারে এবার কোপ মারতে চলেছে কমিশন

Date:

দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি অনুদান পায়। ও অনেকাংশে সেই অনুদানের কোনও সরকারি নথি থাকে না। অর্থাৎ, কে বা কারা সেই অনুদান দিল, তার কোনও তথ্য রাজনৈতিক দলগুলো দিতে পারে না বা তাদের কাছে থাকে না। এবং এই লেনদেন হয় নগদে। এভাবেই অনেক রাজনৈতিক দলের কোষাগার ফুলেফেঁপে ওঠে বেনামী অনুদান। এভাবে অনেক কর্পোরেট সংস্থা, ব্যবসায়ীরা বেনামে রাজনৈতিক অনুদান দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে। ফলে কালো টাকার পরিমাণ বেড়ে যায়। এবার সেই কালো টাকাতেই কোপ মারতে চায় নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচন কমিশননের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে
কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে একটি চিঠি দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সেই চিঠিতে লিখেছেন, রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদান সীমাবদ্ধ করার কথা। যেখানে কালো টাকার মাধ্যমে নির্বাচনী তহবিল নির্মূল করতে বেনামী রাজনৈতিক অনুদানের পরিমাণ ২০ হাজার থেকে কমিয়ে ২ হাজারে আনার প্রস্তাব করেছেন
মুখ্য নির্বাচন কমিশনার। ভোটের প্যানেল জনপ্রতিনিধিত্ব আইনে বিভিন্ন সংশোধনের সুপারিশ করে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে এই চিঠি লেখা হয়েছে জানা গিয়েছে।

কমিশন সূত্রে খবর, বেশকিছু রাজনৈতিক দল ২০হাজার টাকার উপরে অবদান শূন্য হিসাবে দেখিয়েছে। অন্যদিকে, তাদের অডিটেড অ্যাকাউন্টের বিবৃতিতে প্রচুর রসিদ দেখানো হয়েছে, যা সবই ২০ হাজার টাকার সীমার তুলনায় কম। কমিশন নির্বাচনী তহবিল থেকে কালো টাকা কমানোর জন্য নগদ অনুদান ২০ শতাংশ অথবা সর্বোচ্চ ২০ কোটি টাকায় সীমিত করারও প্রস্তাব করেছে বলে জানা গিয়েছে। প্রার্থীকে নির্বাচন সংক্রান্ত অর্থ প্রদান এবং নির্বাচনী ব্যয়ের হিসাব কর্তৃপক্ষের কাছে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন:পুজোর আগে ভয়াবহ আগুন শহরের নামী পানশালায়, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version