Saturday, May 3, 2025

অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) আবার খবরের শিরোনামে। তবে এবার কোনও রাজনৈতিক মন্তব্য নয় বা সিনে জগতের নেপোটিজমের বিরুদ্ধে সরব হওয়া নয়। নিজের অন্তর্বাসের মাপ নিয়ে সমস্যায় পড়ে এবার সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। আর এখানেই শেষ নয়, তিনি এবার টার্গেট করলেন বলি সুপারস্টার হৃতিক রোশনকে (Hrithik Roshan)। অভিনেত্রীর অন্তর্বাসের মাপ ঠিক না হওয়ার জন্য তিনি দায়ী করলেন বলিউড সুপারম্যান ‘ক্রিশ’কে।

আসলে বলি সুপারস্টার হৃতিক রোশনের কোম্পানি থেকে একটি অন্তর্বাস কেনেন অভিনেত্রী। কিন্তু সেটার কিছু সমস্যা হওয়ায় আপাতত সেটা ব্যবহার করতে পারছেন না শ্রীলেখা। স্বাভাবিক ভাবেই তা ফেরত পাঠিয়েছেন নিয়ম মেনেই। তারপরই তিনি তাঁর নিজস্ব স্টাইলে সোশ্যাল মিডিয়ায় হৃতিক রোশনকে ট্যাগ করে একটি পোস্ট করেন। তারপর থেকেই শুরু হয়েছে অভিনেত্রীর বক্তব্য ঘিরে সমালোচনা। গতকাল সোমবার সাড়ে ছ’টা নাগাদ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন অভিনেত্রী-পরিচালক। যার সূত্র ধরে জানা যায় হৃতিক রোশনের সংস্থা এইচ আর এক্স (HRX)-এর একটি অন্তর্বাস কিনেছিলেন শ্রীলেখা মিত্র। তবে তা ফেরত পাঠাতে হচ্ছে। কী কারণে অন্তর্বাসটি ফেরত পাঠানো হচ্ছে তা পোস্টের ক্যাপশনে জানিয়ে দেন শ্রীলেখা। এখানেই শেষ নয়, কৌতুক করে আবার তিনি ক্যাপশনে লিখেছেন, “দুঃখিত হৃতিক রোশন তোমার অন্তর্বাসটি আমার একটু বেশিই টাইট হয়েছে।” এরপর থেকেই অভিনেত্রী শ্রীলেখার রসবোধ নিয়ে আলোচনা করছেন অনেকেই।

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version