Saturday, August 23, 2025

মৃত্যু নিয়ে ফের রাজনীতি করার অভিযোগ ভারতীয় জনতা পার্টির (BJP) বিরুদ্ধে। শান্তিনিকেতন থানার (Shantineketan Police Station) মোলডাঙা পাড়া গ্রামে শিবমের বাড়িতে যেতে চেয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু তার আগেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। ৫২ ঘণ্টার পর মঙ্গলবার প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে মিলেছিল ছোট্ট শিবমের দেহ। তারপরই ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এরপর আজ সেখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ উঠল বিজেপির (BJP)বিরুদ্ধে। কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি করার সুযোগই পেলেন না বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তার আগেই গ্রামবাসীদের ক্ষোভে কার্যত পিছিয়ে আসতে হল তাঁকে।

গত রবিবার বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল বছর পাঁচেকের শিবম ঠাকুর (Shivam Thakur)। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানোর পর থেকেই, চলে চিরুনি তল্লাশি, নামান হয় পুলিশ কুকুর। এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার এক প্রতিবেশির বাড়ির ছাদ থেকে মেলে শিশুর দেহ। এরপর শিবমের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপান-উতর তৈরি হয় রাজনৈতিক মহলে। বুধবার বিধানসভায় শিবমের মৃত্যু নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সরাসরি CBI তদন্তের দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরই রাজনীতি করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আজ ঘটনাস্থল পরিদর্শনের জন্য সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেখানে পৌঁছলে, স্থানীয়রা মোলডাঙা পাড়ায় ঢুকতেই দেন নি তাঁকে। এরপর গ্রামবাসীদের সঙ্গে বাদানুবাদ শুরু হলে পুলিশ সেখানে পৌঁছেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। উলটে পুলিশের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন নেত্রী। শেষমেশ থানার সামনে বসে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন লকেট। পরে পুলিশ সেই স্থান থেকে উঠিয়ে দেন সাংসদকে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version