Monday, November 3, 2025

Shantiniketan: দেহ নিয়ে রাজনীতি! স্থানীয়দের বিক্ষোভের মুখে লকেট

Date:

মৃত্যু নিয়ে ফের রাজনীতি করার অভিযোগ ভারতীয় জনতা পার্টির (BJP) বিরুদ্ধে। শান্তিনিকেতন থানার (Shantineketan Police Station) মোলডাঙা পাড়া গ্রামে শিবমের বাড়িতে যেতে চেয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু তার আগেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। ৫২ ঘণ্টার পর মঙ্গলবার প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে মিলেছিল ছোট্ট শিবমের দেহ। তারপরই ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এরপর আজ সেখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ উঠল বিজেপির (BJP)বিরুদ্ধে। কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি করার সুযোগই পেলেন না বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তার আগেই গ্রামবাসীদের ক্ষোভে কার্যত পিছিয়ে আসতে হল তাঁকে।

গত রবিবার বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল বছর পাঁচেকের শিবম ঠাকুর (Shivam Thakur)। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানোর পর থেকেই, চলে চিরুনি তল্লাশি, নামান হয় পুলিশ কুকুর। এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার এক প্রতিবেশির বাড়ির ছাদ থেকে মেলে শিশুর দেহ। এরপর শিবমের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপান-উতর তৈরি হয় রাজনৈতিক মহলে। বুধবার বিধানসভায় শিবমের মৃত্যু নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সরাসরি CBI তদন্তের দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরই রাজনীতি করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আজ ঘটনাস্থল পরিদর্শনের জন্য সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেখানে পৌঁছলে, স্থানীয়রা মোলডাঙা পাড়ায় ঢুকতেই দেন নি তাঁকে। এরপর গ্রামবাসীদের সঙ্গে বাদানুবাদ শুরু হলে পুলিশ সেখানে পৌঁছেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। উলটে পুলিশের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন নেত্রী। শেষমেশ থানার সামনে বসে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন লকেট। পরে পুলিশ সেই স্থান থেকে উঠিয়ে দেন সাংসদকে।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version