Saturday, August 23, 2025

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj Meets with Home Minister Amit Shah) ৷ এনিয়ে অমিত শাহ নিজে একটি টুইট করেন ৷ সেখানে মিতালির সঙ্গে সাক্ষাতের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘অন্যতম সেরা মহিলা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতা হল ৷’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর টুইটারে মিতালির সঙ্গে সাক্ষাতের (Mithali Meets Amit Shah) ছবি পোস্ট করে লেখেন, ‘‘অন্যতম সেরা মহিলা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতা হল ৷ তাঁর দুই দশকের সফল খেলোয়াড় জীবনে দেশের জন্য প্রচুর খ্যাতি অর্জন করেছেন ৷ তিনি বিশ্বের সকল উদীয়মান খেলোয়াড়ের কাছে একজন অনুপ্রেরণা ৷’’ তবে, অমিত শাহ’র সঙ্গে মিতালির সাক্ষাতে নানান গুঞ্জন শুরু হয়েছে ৷
অন্যদিকে তাঁকে সময় দেওয়ার জন্য মিতালি অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছেন ৷ ফলে এটা স্পষ্ট মিতালি রাজের তরফেই এই সাক্ষাতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ যে টুইটে মিতালি লিখেছেন, ‘‘আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলাম ৷ তাঁর সঙ্গে এই সাক্ষাৎ খুবই সন্তোষজনক ছিল এবং ইতিবাচক আলোচনা হয়েছে ৷ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ৷’’

আরও পড়ুনঃ অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার ৭টি দেশের মুদ্রা! ইডির চার্জশিট পার্থকে বলছে “প্রকৃত সুবিধাভোগী”
উল্লেখ্য, ২৩ বছরের লম্বা ক্রিকেটার জীবনে সম্প্রতি ইতি টেনেছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ৷ নিউজিল্যান্ডে আয়োজিত মহিলা ক্রিকেট বিশ্বকাপে শেষবার ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন মিতালি ৷ ভারতের একমাত্র মহিলা ক্রিকেটার যিনি ২০০৫ এবং ২০১৭ সালের আইসিসি বিশ্বকাপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ যেখানে ২০১৭ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মাঠে খেতাব জয়ের খুব কাছে গিয়েছিলেন মিতালিরা ৷

Related articles

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের...
Exit mobile version