Tuesday, May 6, 2025

অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার ৭টি দেশের মুদ্রা! ইডির চার্জশিট পার্থকে বলছে “প্রকৃত সুবিধাভোগী”

Date:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে বিস্ফোরক সমস্ত তথ্যের কথা উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ বান্ধবীর দুটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ ও গয়নার পাশাপাশি যে বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল, সেই বিষয়টিরও বিস্তারিত উল্লেখ রয়েছে চার্জশিটে।

চার্জশিটে লম্বা তালিকা দিয়ে ইডির দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সমস্ত বেনামি স্থাবর-অস্থাবর সম্পত্তির “প্রকৃত সুবিধাভোগী” পার্থ চট্টোপাধ্যায়।

চার্জশিটে অর্পিতার দক্ষিণ কলকাতার হরিদেবপুরের ফ্ল্যাট থেকে কত পরিমাণ এবং কোন কোন দেশের মুদ্রা পাওয়া গিয়েছে সেই তালিকায় উল্লেখ করা হয়েছে। ইডির দাবি, মোট ৭টি দেশের মুদ্রা পাওয়া গিয়েছে অর্পিতার ডায়মন্ড সিটি ফ্ল্যাট থেকে। নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুর, আমেরিকার মুদ্রা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইডি।

প্রসঙ্গত, চার্জশিটে অর্পিতার দক্ষিণ কলকাতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এ ছাড়াও দু’টি জায়গা থেকে উদ্ধার হওয়া গয়নার মূল্য ৭৬ লক্ষ ৯৭ হাজার ১০০ টাকা এবং ৪ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার ৩০০ টাকা মূল্যের। ইডির দাবি, সব মিলিয়ে নগদ উদ্ধার ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না। তবে বৈদেশিক মুদ্রার মূল্য চার্জশিটে উল্লেখ করেনি ইডি।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version