Sunday, January 11, 2026

বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! সংবিধান বেঞ্চের সব শুনানিই সরাসরি সম্প্রচার

Date:

Share post:

বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। ২৭ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) সমস্ত সাংবিধানিক বেঞ্চের (Constitution Bench) শুনানি (Hearing) সরাসরি দেখানো (Live Streaming) হবে। দেশের শীর্ষ আদালতের সমস্ত বিচারকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ দল সম্প্রতি এই বিষয়টি নিয়ে আলোচনা করে এবং সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (Chief Justice Uday Umesh Lalit) এই সভায় সভাপতিত্ব করেন। তবে দেশের শীর্ষ আদালতের সমস্ত কাজকর্মের সরাসরি সম্প্রচারের দাবি কিন্তু নতুন নয়। ২০১৮ সালে আদালত শুনানির লাইভ সম্প্রচারের (Live Telecast) পক্ষে মত দেয়। কিন্তু দীর্ঘ ২ বছর কেটে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। তবে মঙ্গলবারের এমন সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এনভি রামানার (N V Ramana) এজলাস থেকে তাঁর কর্মজীবনের শেষ দিন সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং আবেদন জানিয়েছিলেন, আদালতের কাজকর্মের সরাসরি সম্প্রচারের। তিনি জানিয়েছিলেন, পরিকাঠামো যে তৈরি তা প্রধান বিচারপতি রামানার শেষ কাজের দিনই বোঝা গিয়েছিল। এবার বিলম্ব না করে শুনানির সম্প্রচারও শুরু করে দেওয়া উচিত। পাশাপাশি তিনি ২০১৮ সালে তথ্যের স্বাধীনতার অধিকার এবং প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচারের অ্যাক্সেসের অধিকারের একটি অংশ সরাসরি সম্প্রচারের জন্য আবেদনকারীদের মধ্যে একজন ছিলেন।

পরবর্তীকালে, বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের (Dhananjaya Y. Chandrachud) নেতৃত্বে সুপ্রিম কোর্টের ই-কমিটি, আদালতের কার্যক্রমের সরাসরি সম্প্রচার নিয়ন্ত্রণের জন্য মডেল নির্দেশিকা নিয়ে আসে। গুজরাট, ওড়িশা, কর্ণাটক, ঝাড়খণ্ড, পাটনা এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কার্যক্রম সরাসরি সম্প্রচার করে। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট।

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...