Monday, August 25, 2025

বীরভূম ও মুর্শিদাবাদে বি*স্ফোরক উদ্ধার তদন্তভার হাতে নিল NIA

Date:

রাজ্যে দুটি জেলা থেকে বি*স্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্তভার হাতে নিল এনআইএ (National Investigating Agency)। চলতি বছরেই বীরভূমের (Birbhum) মহম্মদবাজার ও মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা এলাকা থেকে বি*স্ফোরক (Explosives) উদ্ধারকে কেন্দ্র করে বিতর্ক হয়। শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বুধবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) এফআইআর দায়ের (FIR Lodge) করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।

রাজ্যের একাধিক জেলায় সাম্প্রতিক সময়ে উদ্ধার হয়েছে বোমা। সম্প্রতি টিটাগড়ের একটি স্কুলের ছাদেও বি*স্ফোরণের ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে হানা দিয়ে বিপুল পরিমাণ বি*স্ফোরক উদ্ধার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। একটি টাটা সুমো থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর। গ্রেফতার করা হয় গাড়ির চালক আশিস কেওরা নামে রানিগঞ্জের এক বাসিন্দাকে। পরে ধৃতকে জেরা করে নলহাটির লখনামারা গ্রামে একটি গুদামের হদিশ মেলে। শুক্রবার সেখান থেকেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়।

পাশাপাশি গত এপ্রিল মাসে বোমা বি*স্ফোরণে কেঁপে ওঠে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বেগুনবাড়ি পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায় বি*স্ফোরণের জেরে নড়ে ওঠে বাড়ির ভিত। বাড়ির নীচে বোমা মজুত করে রাখা হয়েছিল। ঘটনার জেরে চারজনকে আটক করে পুলিশ। মাটির তলায় কারা বোমা রেখেছিল, তার তদন্ত শুরু করে বেলডাঙা থানার পুলিশ। মাটিতে পুঁতে রাখা বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই অনুমান পুলিশের। আর রাজ্যে এই দুই বোমা বিস্ফোরণের পিছনে আসল রহস্য কী? এদের পিছনে কী কী চক্রান্ত লুকিয়ে রয়েছে তা জানার চেষ্টা করছেন এনআইএ আধিকারিকরা। সেইমতোই বুধবার রাজ্যে ঘটে যাওয়া দুটি বিস্ফোরণের ঘটনায় তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


 

 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version