Wednesday, November 12, 2025

বীরভূম ও মুর্শিদাবাদে বি*স্ফোরক উদ্ধার তদন্তভার হাতে নিল NIA

Date:

রাজ্যে দুটি জেলা থেকে বি*স্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্তভার হাতে নিল এনআইএ (National Investigating Agency)। চলতি বছরেই বীরভূমের (Birbhum) মহম্মদবাজার ও মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা এলাকা থেকে বি*স্ফোরক (Explosives) উদ্ধারকে কেন্দ্র করে বিতর্ক হয়। শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বুধবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) এফআইআর দায়ের (FIR Lodge) করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।

রাজ্যের একাধিক জেলায় সাম্প্রতিক সময়ে উদ্ধার হয়েছে বোমা। সম্প্রতি টিটাগড়ের একটি স্কুলের ছাদেও বি*স্ফোরণের ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে হানা দিয়ে বিপুল পরিমাণ বি*স্ফোরক উদ্ধার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। একটি টাটা সুমো থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর। গ্রেফতার করা হয় গাড়ির চালক আশিস কেওরা নামে রানিগঞ্জের এক বাসিন্দাকে। পরে ধৃতকে জেরা করে নলহাটির লখনামারা গ্রামে একটি গুদামের হদিশ মেলে। শুক্রবার সেখান থেকেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়।

পাশাপাশি গত এপ্রিল মাসে বোমা বি*স্ফোরণে কেঁপে ওঠে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বেগুনবাড়ি পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায় বি*স্ফোরণের জেরে নড়ে ওঠে বাড়ির ভিত। বাড়ির নীচে বোমা মজুত করে রাখা হয়েছিল। ঘটনার জেরে চারজনকে আটক করে পুলিশ। মাটির তলায় কারা বোমা রেখেছিল, তার তদন্ত শুরু করে বেলডাঙা থানার পুলিশ। মাটিতে পুঁতে রাখা বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই অনুমান পুলিশের। আর রাজ্যে এই দুই বোমা বিস্ফোরণের পিছনে আসল রহস্য কী? এদের পিছনে কী কী চক্রান্ত লুকিয়ে রয়েছে তা জানার চেষ্টা করছেন এনআইএ আধিকারিকরা। সেইমতোই বুধবার রাজ্যে ঘটে যাওয়া দুটি বিস্ফোরণের ঘটনায় তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version