Sunday, August 24, 2025

লক্ষ্য প্লাস্টিকমুক্ত গ্রামাঞ্চল, শারদোৎসবকেই হাতিয়ার করল পঞ্চায়েত দফতর

Date:

লক্ষ্য প্লাস্টিকমুক্ত গ্রামাঞ্চল। শারদোৎসবকেই হাতিয়ার করল রাজ্যের পঞ্চায়েত দফতর। সম্প্রতি সব জেলাশাসককে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে পুজো (Pujo) কমিটিগুলি যেন মণ্ডপ প্লাস্টিকমুক্ত করতে পদক্ষেপ নেয়।
পুজো কমিটিগুলিকে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে,
• পুজো প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
• প্লাস্টিক ব্যবহার করা যাবে না।
• দর্শনার্থীরা যাতে একবার ব্যবহার করা যায় এরকম প্লাস্টিক (Plastic) জাত ব্যাগ পুজো মণ্ডপের আশপাশে না আনেন। তার জন্য মাঝে মাঝেই পুজো কমিটিগুলিকে মাইকে ঘোষণা করে দর্শনার্থীদের সচেতন করতে হবে।
• মণ্ডপের আশপাশে বসা স্টলগুলিও যেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক না রাখেন।

শুধু তাই নয়, মণ্ডপের আশপাশে ময়লা ফেলার জন্য ডাস্টবিন রাখতে হবে। গ্রামপঞ্চায়েত এবং ওয়ার্ড অফিসের সঙ্গে সমন্বয় রেখে প্রতিদিন যেন জঞ্জাল পরিষ্কার করা হয়। প্রসাদ বিতরণের জন্য পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি প্লেটই যেন ব্যবহার করা হয়। বিসর্জনের সময়ে খেয়াল রাখতে হবে, জলাশয়গুলিতে যেন ক্ষতিকর রাসায়নিক অথবা রঙ না মেশে। পটেটো চিপসের প্যাকেট, প্লাস্টিকজাত জল বা সফ্ট ড্রিংকের বোতল এগুলি একটি নির্দিষ্ট জায়গাতেই ফেলতে হবে। সাধারণ দর্শনার্থীদের এই বিষয়ে সচেতন করতে মাইকিং–এর পাশাপাশি পোস্টার, ব্যানার মণ্ডপের চারপাশে লাগাতে হবে। লিফলেট বিলি করতে হবে। পাশাপাশি দর্শনার্থীরা যেন মাস্ক পরে মণ্ডপে ঢোকেন সে বিষয়েও নিশ্চিত করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।

আরও পড়ুন- মহালয়ার আগেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বৃহস্পতিবার থেকেই পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী


 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version