Sunday, August 24, 2025

কর্মসংস্থান থেকে শিল্পায়ন, রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি (Ashok Lahiri)। অর্থনীতি সংক্রান্ত একটি বিলের আলোচনায় মঙ্গলবার বিধানসভায় (West Bengal Assembly) তিনি বলেন, “শিল্পায়নের জন্য পরিকাঠামোর উন্নয়ন দরকার। কিন্তু পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না। চপ শিল্প দিয়ে শিল্পায়নের উন্নয়ন সম্ভব নয়।”

দুর্নীতি মামলায় সম্প্রতি শাসকদলের একের পর এক নেতা। তা নিয়ে যদিও সুর নরম করতে দেখা যায় অশোককে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধীপক্ষের সবাই চোর। আমি মনে করি না, শাসক দলের সবাই চোর। কেউ কেউ চোর হতে পারেন।”

অন্য রাজ্যের তুলনা টেনে অশোক আরও বলেন, “সরকার যতই বলুক এগিয়ে বাংলা, আসলে বাংলা পিছিয়ে যাচ্ছে। মাথা পিছু আয়ে পশ্চিমবঙ্গ পিছিয়ে। পশ্চিমবঙ্গের তুলনায় এগিয়ে কর্নাটক,, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ্য।”
তিনি বলেন, “এই সরকারের ঋণের বোঝা ক্রমণ বাড়ছে। সুদ রাজস্বের তুলনায় কুড়ি শতাংশ বেড়েছে। আগামি দিনে বেতন-পেনশন দেওয়াই সমস্যা হবে। সরকারের তহবিলে টাকা নেই। প্রকল্পের পর প্রকল্প ঘোষণা করে চলেছে। জনকল্যাণ প্রকল্পে ক্ষতি নেই। কিন্তু, মাঝে মাঝে মনে হয় এটা ঘোষণার সরকার হয়ে যাচ্ছে। ঘোষণার সরকার না হলে বাস্তবায়নের সরকার হোক।”

শিল্পায়নের জন্য পরিকাঠামোর উন্নয়ন দরকার। কিন্তু পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না। চপ শিল্প দিয়ে শিল্পয়নের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন অশোক। তাঁর কথায়, “রাজ্যজুড়ে দুর্নীতি দেখা যাচ্ছে। আর এই দুর্নীতি হচ্ছে. আর্থিক সঙ্কটের প্রতিফলন। মানুষ যখন দেখে সৎ ভাবে রোজগার করে কিছু হবে না, তখন দুর্নীতির পথে যায়। সৎ ভাবে চাকরি পাচ্ছে না, তাই চাকরি চুরি হচ্ছে। আমরা পুকুর চুরি-কুয়ো চুরির কথা শুনেছি। এখন চাকরি চুরির কথা শুনছি।”

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version