Wednesday, August 27, 2025

অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার ৭টি দেশের মুদ্রা! ইডির চার্জশিট পার্থকে বলছে “প্রকৃত সুবিধাভোগী”

Date:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে বিস্ফোরক সমস্ত তথ্যের কথা উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ বান্ধবীর দুটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ ও গয়নার পাশাপাশি যে বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল, সেই বিষয়টিরও বিস্তারিত উল্লেখ রয়েছে চার্জশিটে।

চার্জশিটে লম্বা তালিকা দিয়ে ইডির দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সমস্ত বেনামি স্থাবর-অস্থাবর সম্পত্তির “প্রকৃত সুবিধাভোগী” পার্থ চট্টোপাধ্যায়।

চার্জশিটে অর্পিতার দক্ষিণ কলকাতার হরিদেবপুরের ফ্ল্যাট থেকে কত পরিমাণ এবং কোন কোন দেশের মুদ্রা পাওয়া গিয়েছে সেই তালিকায় উল্লেখ করা হয়েছে। ইডির দাবি, মোট ৭টি দেশের মুদ্রা পাওয়া গিয়েছে অর্পিতার ডায়মন্ড সিটি ফ্ল্যাট থেকে। নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুর, আমেরিকার মুদ্রা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইডি।

প্রসঙ্গত, চার্জশিটে অর্পিতার দক্ষিণ কলকাতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এ ছাড়াও দু’টি জায়গা থেকে উদ্ধার হওয়া গয়নার মূল্য ৭৬ লক্ষ ৯৭ হাজার ১০০ টাকা এবং ৪ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার ৩০০ টাকা মূল্যের। ইডির দাবি, সব মিলিয়ে নগদ উদ্ধার ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না। তবে বৈদেশিক মুদ্রার মূল্য চার্জশিটে উল্লেখ করেনি ইডি।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version