Friday, December 26, 2025

পার্থর আমলে প্রাইমারিতে চাকরি পিছু সাড়ে ৭লক্ষ টাকা, ফাঁকা খাতা জমা দেওয়ার নির্দেশ

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন শুধু এসএসসি নিয়োগ দুর্নীতি নয়, প্রাইমারি শিক্ষক নিয়োগেও ব্যাপক বেনিয়ম হয়েছে বলে আদালতে দেওয়া চার্জশিটে উল্লেখ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা চার্জশিটে এমনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

প্রার্থী পিছু সাড়ে ৭লক্ষ টাকা নিয়ে ঘুরপথে প্রাইমারি সহ-শিক্ষকের চাকরি দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন এমন ব্যক্তিদের বয়ান থেকেই চার্জশিটে বিষয়টির উল্লেখ করেছে ইডি। ঘুরপথে যাঁদের চাকরি দেওয়া হয়েছিল, OMR-এ কোনও প্রশ্নের যেন শুধুমাত্র সঠিক উত্তর নিশ্চিত হয়েই তা পূরণ করে। প্রয়োজনে ফাঁকা OMR জমা দিতে বলা হয়। প্রার্থীদের সঙ্গে এই গোটা বিষয়টি ডিল করতো চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। একাধিক সাক্ষীর বয়ান থেকে এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত পিংলার স্কুল নির্মাণের ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের খোঁজ পেয়েছে ইডি। পিংলার বিসিএম স্কুল নির্মাণের ক্ষেত্রে নগদ ১৪ থেকে ১৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এই স্কুল তৈরির টাকা নগদে দিতেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের জামাই কল্যাণ ভট্টাচার্যকে এই স্কুল তৈরির তদারকির কাজের নির্দেশ দিয়েছিলেন পার্থ। জামাইয়ের মামা কৃষ্ণ চন্দ্র অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছে ইডি। এই স্কুল তৈরিতে যে বিপুল নগদ অর্থ ব্যয় হয়েছিল, তার উৎস জানতে ইডি তলব করে পার্থর জামাই কল্যাণ ভট্টাচার্যকে। যদিও কল্যাণ এখনও ইডির কাছে হাজিরা দেননি। তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন।

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...