Monday, November 10, 2025

পুজোর মুখে স্বস্তি: বৃহস্পতিবারই টালা ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

দীর্ঘ আড়াই বছরের প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবারই খুলে যাচ্ছে টালা ব্রিজ (Tala Bridge)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিকেল ৪টেয় নবনির্মিত এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন (Inauguration) করবেন। তবে নির্মাণ কাজ শেষ হলেও টালা ব্রিজের উদ্বোধনের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছিল। পুজোর আগেই এই ব্রিজের উদ্বোধন করা হবে বলে প্রশাসনের তরফে সবুজ সংকেত মিলেছিল। অবশেষে মহালয়ার আগেই সাধারণ মানুষের জন্য খুলে যেতে চলেছে কলকাতা শহরের এই গুরুত্বপূর্ণ সেতু।

বৃহস্পতিবার এই সেতুর উদ্বোধন হলেও এই সেতুতে ভারী যান চলাচলে (Heavy Vehicle) নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেবলমাত্র দুই বা চার চাকার গাড়ি চলার জন্য প্রথমে অনুমতি দেওয়া হবে। এরপর ধাপে ধাপে মাসখানের মধ্যেই টালা ব্রিজে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে নব নির্মিত টালা ব্রিজ কতটা নিরাপদ তা আইআইটি খড়গপুর (IIT Kharagpur) ও রেলের বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। মূলত এই ব্রিজ ঠিক কতটা ভারবহন (Weight Capacity) করতে সক্ষম সে বিষয়ে বিশদে খতিয়ে দেখে চলতি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। সেই রিপোর্ট (Report) ইতিমধ্যে নবান্নে (Nabanna) জমা পড়েছে বলে খবর।

২০২০ সালের জানুয়ারি মাসে ১০৯ বছরের পুরনো এই সেতু ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তারপরই ২০২০ সালের জানুয়ারি মাসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নতুন করে নির্মাণ করার পর বৃহস্পতিবার খুলতে চলেছে শহরের এই গুরুত্বপূর্ণ সেতু।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version