Monday, December 1, 2025

বিজেপি শকুনের রাজনীতি করছে, তোপ কুণালের

Date:

Share post:

বিজেপি অন্য কিছু না পেরে শকুনের রাজনীতি করছে। শান্তিনিকেতনে শিশু মৃত্যুর ঘটনা অবশ্যই মর্মান্তিক, কিন্তু এর সঙ্গে পুলিশ প্রশাসনের কোনও যোগ নেই। অথচ সেটা নিয়ে রাজনীতি করছে বিজেপি। শিশুটির পরিবারের লোকজনও দেখছেন যে ঘটনাটা ঘটে যাবার পর তারা যা চাইছেন পুলিশ সাধ্য মতো করছে এবং তাদের দ্বারা সন্তুষ্ট। গ্রামবাসীরাও তো স্পষ্ট জানিয়েছেন যে তারা রাজনীতি চান না।
কুণাল বলেন,বিজেপি একটা দেউলিয়ার রাজনীতি করছে। ওই শোকসন্ত্প্ত পরিবারের কাছে গিয়ে রাজনীতি করছে, সেই গ্রামে গিয়ে রাজনীতি করছে। স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা রেগে গিয়েছেন।তিনি স্মরণ করিয়ে দেন, যোগীর পুলিশ কোন পুষ্পস্তাবক দিয়ে বিরোধীদের স্বাগত জানিয়েছিল সুকান্ত মজুমদার একটু জেনে নেবেন। শান্তিনিকেতনের ঘটনা ব্যক্তিস্তরের কুৎসিত একটি ঘটনা, যার সঙ্গে সামগ্রিক আইনশৃঙ্খলার কোনও যোগাযোগ নেই। সেখানে কেন তারা যাচ্ছেন রাজনীতি করতে? গ্রামবাসীরা চাইছেন না কোনও দলের কোনও নেতা-নেত্রী সেখানে যান। তাই পুলিশ আটকে দিয়ে ঠিক করেছে।
কুণাল বলেন, বিজেপি নেতাদের কোনও জনসংযোগ নেই, পাড়ায় কোনও যোগাযোগ নেই, সংগঠন নেই। সেই কারণে তাদেরকে দুর্গাপুজো করার জন্য হল ভাড়া করতে হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে ভুয়ো ছবি ছড়ায় বলে তানা অভিযোগ করেন। একটা অন্য রাজ্যের মিড ডে মিলের ছবি দেখিয়ে শুভেন্দু যোগী রাজ্যের ছবি বলে চালানোর চেষ্টা করেছেন।
ডিএ নিয়ে হাইকোর্ট বৃহস্পতিবার যে রায় দিয়েছে সে প্রসঙ্গে এদিন কুণাল বলেন, প্রাপ্য টাকা পাচ্ছে না বাংলা। বাংলার যে প্রাপ্য এতগুলো টাকা সেটা রীতিমতো আটকে রেখেছে কেন্দ্র। বাংলার যেটা পাওনা ছিল সেটা দিচ্ছে না কেন্দ্র। আগে সেটা দিক। তার ওপর বিজেপি নেতারা বলছেন চিঠি দিচ্ছি টাকা দেওয়া বন্ধ করুন।

spot_img

Related articles

বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা, বিশ্ব এইডস দিবসে উদ্বেগ মেঘালয়ে

পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে ভয় ধরাচ্ছে মেঘালয়ের রিপোর্ট। রাজ্যে হু হু করে বাড়ছে এইচআইভি(HIV) আক্রান্তের সংখ্যা। যা...

৪০জনের মৃত্যু, সংসদে জবাব চাইলেই ‘নাটক’! মোদিকে পাল্টা প্রশ্ন অভিষেকের

দেশে এসআইআর প্রক্রিয়া চলাকালীন শুধুমাত্র এই রাজ্যেই মৃত্যু হয়েছে ৪০ জন মানুষের। যার মধ্যে কমিশনের নিয়োগ করা বিএলও-রাও...

ডামাডোলে অখুশি বিসিসিআই! গম্ভীর-আগারকরকে জরুরি তলব কর্তাদের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভরাডুবি, প্রথম একদিনের ম্যাচেও জয় সহজে আসেনি। তারমধ্যে মাঠের বাইরে বিরামহীন বিতর্ক। এই পরিস্থিতিতে...

SSC রায়: সুপ্রিম কোর্টে পুণর্বিবেচনার আর্জি খারিজ

রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ফের সুপ্রিম কোর্টে রায় পুণর্বিবেচনার আর্জি। প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এসএসসি নিয়োগ...