Thursday, August 21, 2025

দোষীদের ফাঁসি চাই: শিশু অধিকার সুরক্ষা কমিশনর চেয়ারপার্সনকে জানাল শিবমের পরিবার

Date:

প্রায় তিন দিন নিখোঁজ থাকার পর প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার হয় পাঁচ বছরের শিশুর নিথর দেহ। ঘটনায় উত্তেজনা ছড়ায় শান্তিনিকেতনের (Santiniketan) মোলডাঙ্গায়। ইতিমধ্যেই ধরা পড়েছে অভিযুক্তরা। বৃহস্পতিবার সকালে নি*হত শিশু শিবম ঠাকুরের পরিবারের সঙ্গে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় (Sudeshna Ray)। আর তার কাছেই দোষীদের চরম শাস্তি চেয়েছেন শিবমের বাবা-মা সহ আত্মীয়রা।



আরও পড়ুন: বিধানসভায় গরহাজির ২৭ তৃণমূল বিধায়ক, কড়া ব্যবস্থার পথে দল

নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন সুদেষ্ণা রায়। তিনি বলেন, “আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। আপনারা যা হারিয়েছেন তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। কিন্তু এখন আপনারা কী চাইছেন?” এ কথার জবাবে কান্নায় ভেঙে পড়েন শিবমের মা। শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের হাত ধরে শুধু বলেন, “আমি দোষীদের ফাঁসি চাই। আমার পাঁচ বছরের ছোট ছেলেটা সঙ্গে তো কারও শত্রুতা ছিল না। সে তো কারও ক্ষতি করেনি। তাই তাকে যারা মেরেছে, তাদের চরম শাস্তি হোক।” একই দাবি শিবমের বাবা-সহ পরিবারের অন্য সদস্যদের। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সুদেষ্ণা।



পরে সংবাদ মাধ্যমকে সুদেষ্ণা জানান, পুলিশের কোনও গাফিলতি ছিল না। নিখোঁজের রিপোর্ট করে বাড়ি ফিরে আসার আগেই পুলিশ এলাকায় আসে। তারা যথেষ্ঠ চেষ্টা করেছে। “পরিবার যে শাস্তি দাবি করছে তা অভিযুক্ত পাবেই। তাতে তাদের কোলে আর শিশুকে ফিরে পাবে না। আমরা তার পাশে আছি।”

মোলডাঙার ৫ বছরের শিশু শিবম ঠাকুৃৃর নিখোঁজ থাকার ৫২ ঘণ্টা পর প্রতিবেশীর ছাদ থেকে তার দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত রুবি বিবিকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...
Exit mobile version