Wednesday, November 12, 2025

অপূর্ব প্রতিমা: এফডি ব্লকের পুজো উদ্বোধনে গিয়ে ভূয়সী প্রশংসা মমতার

Date:

মহালয়ার ৩ দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে উদ্বোধন হল শ্রীভূমি স্পোটিং, এফডি ব্লক(FD Block) ও টালা প্রত্যয়ের পুজোর। বৃহস্পতিবার শ্রীভূমি স্পোটিংয়ের পুজো উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী(CM) জানিয়ে দেন, ‘আজ থেকেই শুরু হয়ে গেল পুজো’। শ্রীভূমি স্পোর্টিংয়ের(Shreebhumi sporting) পাশাপাশি এফ ডি ব্লকের পুজোর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী। ফিতে কেটে পুজো মণ্ডপের উদ্বোধনের পর সেখানকার প্রতিমার ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, “সল্টলেকের পুজো খুব ভালো হয়। প্রতিবার এখানকার পুজোগুলোতে আমার নজর থাকে।” একইসঙ্গে জানান, এরা আমাকে কিছু জানায়নি তাও আমি চলে এলাম। এফডি ব্লকের পুজো উদ্বোধনের পর টালা প্রত্যয়ের পুজো উদ্বোধনের জন্য রওনা দেন মুখ্যমন্ত্রী।

এছাড়া এদিন শ্রীভূমি স্পোটিংয়ে পুজো উদ্বোধনে গিয়ে পুজো উদ্যোগতা ও প্রশাসনকে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্বোধনে গিয়ে প্রধান উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) ‘সতর্ক’ করলেন তিনি। রসিকতা করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “সুজিতবাবু, আপনার পুজোর জন্য যেন রাস্তায় যানজট না হয়”। পরে বিষয়টি ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভিআইপি রোড দিয়ে অনেকেই বিমানবন্দরে যান। যানজটে আটকে তাঁদের প্রবল সমস্যা হয়। রাজ্যের মন্ত্রী হিসেবে সুজিতকে এই সমস্যার কথা মাথায় রাখতে হবে। মমতার কথায়, “শুধু তোমার পুজো নয়, অন্য পুজোতেও যেন সবাই দেখতে যেতে পারে সেদিকে নজর রাখতে হবে“। মমতা বলেন, ‘‘আমি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখব। আর যদি বজ্জাতি কিছু করেছ…তা হলে কিন্তু ওটা ‘বাবু’ থেকে দিদির স্নেহের পরশে অন্য কিছু হয়ে যাবে!‘‘ সতর্ক না হলে শ্রীভূমি স্পোটিংয়ের পুজো যে রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মানের তালিকায় থাকবে না, তা-ও সরাসরি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আমি একদম বিশ্ব বাংলা থেকে ঘ্যাচাং ফু করে দেব ওকে!‘‘ সম্প্রতি বিধাননগরের পুলিশ কমিশনার হয়ে এসেছেন গৌরব শর্মা (Gourav Sharma)। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গৌরব তুমি দেখে রাখবে! যেই রাস্তা বন্ধ করবে, অমনি তুমি আমায় বলবে। সবাইকে নিয়ে চলাটার নামই জীবন।‘‘

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version