দুর্গাপুজোর প্রাক্কালে “অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল টেকনিশিয়ান আর্টিস্ট ” এবং ” সৃষ্টি ” আয়োজন করেছিল অভিনব মেক আপ ইভেন্ট। গত রবিবার #777 বিশ্ব রের্কড ‘লাইভ মেক আপ দুর্গা ইভেন্ট’ আয়োজন করা হয়েছিল। আর তা নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সংগঠনের সম্পাদক জয়ন্ত দাশগুপ্ত বলেন, এই ইভেন্ট নিয়ে এতটাই উৎসাহ ছিল যে ৮৫২ জন অংশ নেন।