Saturday, November 15, 2025

শুধু স্বাক্ষর করলেই ভাতা নয়, বৈঠকে যোগ দেওয়ার স্পষ্ট বার্তা স্পিকারের

Date:

বিধানসভার বিশেষ অধিবেশন (Special Session of the Legislative Assembly) শেষ হল বৃহস্পতিবার। কিন্তু অধিবেশন শেষ মানেই যে বৈঠক বা কাজের শেষ নয় তা স্পষ্ট করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এদিন বিধানসভার অধিবেশন শেষ এর আগেই স্পিকার জানান শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য স্বাক্ষর করলে চলবে না। তাঁর নিশানায় শাসক এবং বিরোধী দুই দলেরই বিধায়করাই ছিলেন। স্পিকারের কথা সঠিক এমনটা জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) ।

বিধানসভার অধিবেশন শেষ মানেই বৈঠক শেষ নয়। আগামী দিনে কাজকর্ম চলতে থাকবে এবং সেই মতো প্রতিটি বৈঠকে যোগদান করতে হবে বিধায়কদের এমন কথাই বৃহস্পতিবার জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন কেবলমাত্র ভাত খাওয়ার জন্য বিধায়করা কমিটির বৈঠকে খাতায় সই করে দিয়ে চলে যান এটা কখনোই কাম্য নয়। জনগণ তাঁদের জয়ী করে বিধানসভায় পাঠিয়েছেন। অতএব তাঁদের দায়িত্ব সরকারের ঠিক ভুল যাচাই করে নেওয়া । উল্লেখ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বিভিন্ন স্ট্যান্ডিং ও অ্যাসেম্বলি কমিটি রয়েছে। মোট কমিটির সংখ্যা ৪১। রাজ্যের ২৯৪ জন বিধায়ককে দুই থেকে তিনটি কমিটিতে রাখা হয়। সেই কমিটির বৈঠকে যোগ দিলে বিধায়করা ভাতা বাবদ অর্থ পান। স্পিকারের অভিযোগ শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য বৈঠকের খাতায় বিধায়করা স্বাক্ষর করেন ঠিকই, কিন্তু বৈঠকে উপস্থিত থাকেন না।পাশাপাশি বিধানসভা থেকে কোনও বিধায়কদের প্রতিনিধিদল রাজ্যের কোনও প্রান্তে পরিদর্শনে গেলেও বহু বিধায়ক সেই সফর এড়িয়ে যান। স্পিকারের এমন অভিযোগ মেনে নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মানুষের স্বার্থে অধিবেশনে যেমন নিয়মিত যোগদান করা উচিত, তেমনই কমিটির বৈঠকেও যোগ দিয়ে নিজেদের দায়িত্ব পালন করা উচিত। যদিও স্পিকারের মন্তব্যের পাল্টা সমালোচনার করেছে বিজেপি।

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version