Sunday, November 16, 2025

শুধু স্বাক্ষর করলেই ভাতা নয়, বৈঠকে যোগ দেওয়ার স্পষ্ট বার্তা স্পিকারের

Date:

বিধানসভার বিশেষ অধিবেশন (Special Session of the Legislative Assembly) শেষ হল বৃহস্পতিবার। কিন্তু অধিবেশন শেষ মানেই যে বৈঠক বা কাজের শেষ নয় তা স্পষ্ট করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এদিন বিধানসভার অধিবেশন শেষ এর আগেই স্পিকার জানান শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য স্বাক্ষর করলে চলবে না। তাঁর নিশানায় শাসক এবং বিরোধী দুই দলেরই বিধায়করাই ছিলেন। স্পিকারের কথা সঠিক এমনটা জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) ।

বিধানসভার অধিবেশন শেষ মানেই বৈঠক শেষ নয়। আগামী দিনে কাজকর্ম চলতে থাকবে এবং সেই মতো প্রতিটি বৈঠকে যোগদান করতে হবে বিধায়কদের এমন কথাই বৃহস্পতিবার জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন কেবলমাত্র ভাত খাওয়ার জন্য বিধায়করা কমিটির বৈঠকে খাতায় সই করে দিয়ে চলে যান এটা কখনোই কাম্য নয়। জনগণ তাঁদের জয়ী করে বিধানসভায় পাঠিয়েছেন। অতএব তাঁদের দায়িত্ব সরকারের ঠিক ভুল যাচাই করে নেওয়া । উল্লেখ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বিভিন্ন স্ট্যান্ডিং ও অ্যাসেম্বলি কমিটি রয়েছে। মোট কমিটির সংখ্যা ৪১। রাজ্যের ২৯৪ জন বিধায়ককে দুই থেকে তিনটি কমিটিতে রাখা হয়। সেই কমিটির বৈঠকে যোগ দিলে বিধায়করা ভাতা বাবদ অর্থ পান। স্পিকারের অভিযোগ শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য বৈঠকের খাতায় বিধায়করা স্বাক্ষর করেন ঠিকই, কিন্তু বৈঠকে উপস্থিত থাকেন না।পাশাপাশি বিধানসভা থেকে কোনও বিধায়কদের প্রতিনিধিদল রাজ্যের কোনও প্রান্তে পরিদর্শনে গেলেও বহু বিধায়ক সেই সফর এড়িয়ে যান। স্পিকারের এমন অভিযোগ মেনে নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মানুষের স্বার্থে অধিবেশনে যেমন নিয়মিত যোগদান করা উচিত, তেমনই কমিটির বৈঠকেও যোগ দিয়ে নিজেদের দায়িত্ব পালন করা উচিত। যদিও স্পিকারের মন্তব্যের পাল্টা সমালোচনার করেছে বিজেপি।

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version