Friday, August 22, 2025

শশী-গেহলটে ‘না’, সভাপতি পদে পাল্লা ভারী রাহুলেরই

Date:

Share post:

আগামী দিন দুয়েকের মধ্যেই শুরু হতে চলেছে কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election)। দলের প্রবীণ সাংসদ শশী থারুর (Sashi Tharoor) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা (Contest) করার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ তাঁর নিজের রাজ্য কেরল থেকেই কোনওরকম সমর্থন পাচ্ছেন না তিনি। কেরলের কোনও কংগ্রেস নেতাই শশীকে সভাপতি হিসেবে চাইছেন না। তাঁদের অনেকেই রাহুল গান্ধীকে সভাপতি পদে দেখতে চান। ইতিমধ্যে ওয়েনাড়ের সাংসদ রাহুলকে সভাপতি চেয়ে রেজোলিউশন (Resolution) পাশ করানোর তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তবে লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক (Chief Whip) কে সুরেশ জানান, শশী থারুর প্রতিদ্বন্দ্বিতা করছেন না কারণ তিনি একজন আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত মুখ।

আর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী নাম না করে অশোক গেহলটকে (Ashok Gehlot) কটাক্ষ করে বলেন, দলের এক ব্যক্তি-এক পদ সবাইকে মেনে চলতে হবে। একইসঙ্গে কংগ্রেস সভাপতি ও রাজস্থানের মুখ্যমন্ত্রীর দ্বৈত ভূমিকায় থাকা যাবে না। বৃহস্পতিবার কেরলে রাহুল জানান, আমরা উদয়পুরে (Udaipur) একটি প্রতিশ্রুতি দিয়েছি। আমি আশা করি তা বজায় থাকবে। তবে শুধু এক ব্যক্তি এক পদ-এর প্রতিশ্রুতি রক্ষাই নয়, ভাবি কংগ্রেস সভাপতির জন্য এদিন প্রাক্তন সভাপতি রাহুল জানিয়েছেন, কংগ্রেস সভাপতির পদকে একটি আদর্শ পদ হিসাবে দেখতে হবে।

কংগ্রেস সূত্রে খবর, দলের তরফে সর্বসম্মতিক্রমে একজন প্রার্থীকে মনোনীত করার চেষ্টা চলছে। কিন্তু সম্প্রতি শশী থারুর সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে সভাপতি পদে বসার আগ্রহ প্রকাশ করেন। তবে এই অনিশ্চয়তার ফলে নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে রাহুল গান্ধী সভাপতি হতে ততটা ইচ্ছুক নন। তবুও বেশিরভাগ বর্ষীয়ান কংগ্রেস নেতাই চাইছেন দলের হাল ধরুক রাহুল।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...