Friday, August 22, 2025

বিপাকে শুভেন্দুর ভাই সৌমেন্দু, টেন্ডার দুর্নীতির অভিযোগে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

ফের বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। অধিকারী পরিবারের ছোটছেলের বিরুদ্ধে এবার ২কোটির দুর্নীতির অভিযোগ উঠল। কলকাতা হাইকোর্টে আজ, বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। সেখানে কাঁথি প্রভাতকুমার কলেজে টেন্ডার দুর্নীতি মামলায় তদন্তভার দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে। তাঁকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও আপাতত সৌমেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানিয়েছে আদালত। আগামী ৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

কলেজের নির্মাণ প্রকল্পের অডিট হয়েছে কিনা, ওই সময় কারা ছিলেন দায়িত্বে। এই সবকিছুর বিস্তারিত তথ্য রিপোর্টে উল্লেখ করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।

প্রসঙ্গত, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত কাঁথি প্রভাতকুমার কলেজের প্রেসিডেন্ট ছিলেন সৌমেন্দু অধিকারী। আবার ওই সময় তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যানও ছিলেন। সেই ক্ষমতার অপব্যবহার করে কোনওরকম টেন্ডার ও ওয়ার্ক অর্ডার ছাড়াই কলেজের বিল্ডিং নির্মাণ প্রকল্পে বেআইনি অনুমোদন দেওয়া হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে এবং নিম্ন আদালতের নির্দেশে শুভেন্দুর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআর হয়। তদন্ত শুরু করে পুলিশ।

এফআইআর খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু। তাঁর বিরুদ্ধে আগামী ১১ নভেম্বর পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। একইসঙ্গে জেলাশাসককে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version