Tuesday, November 11, 2025

বিপাকে শুভেন্দুর ভাই সৌমেন্দু, টেন্ডার দুর্নীতির অভিযোগে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

ফের বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। অধিকারী পরিবারের ছোটছেলের বিরুদ্ধে এবার ২কোটির দুর্নীতির অভিযোগ উঠল। কলকাতা হাইকোর্টে আজ, বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। সেখানে কাঁথি প্রভাতকুমার কলেজে টেন্ডার দুর্নীতি মামলায় তদন্তভার দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে। তাঁকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও আপাতত সৌমেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানিয়েছে আদালত। আগামী ৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

কলেজের নির্মাণ প্রকল্পের অডিট হয়েছে কিনা, ওই সময় কারা ছিলেন দায়িত্বে। এই সবকিছুর বিস্তারিত তথ্য রিপোর্টে উল্লেখ করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।

প্রসঙ্গত, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত কাঁথি প্রভাতকুমার কলেজের প্রেসিডেন্ট ছিলেন সৌমেন্দু অধিকারী। আবার ওই সময় তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যানও ছিলেন। সেই ক্ষমতার অপব্যবহার করে কোনওরকম টেন্ডার ও ওয়ার্ক অর্ডার ছাড়াই কলেজের বিল্ডিং নির্মাণ প্রকল্পে বেআইনি অনুমোদন দেওয়া হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে এবং নিম্ন আদালতের নির্দেশে শুভেন্দুর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআর হয়। তদন্ত শুরু করে পুলিশ।

এফআইআর খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু। তাঁর বিরুদ্ধে আগামী ১১ নভেম্বর পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। একইসঙ্গে জেলাশাসককে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version