পুজোর মরশুমে সাড়ে পাঁচ ঘণ্টা রেলের আসন সংরক্ষণ করা যাবে না, জানাল রেল কর্তৃপক্ষ

পুজোর মরশুমে টানা সাড়ে পাঁচ ঘণ্টা কাটা যাবে না ট্রেনের টিকিট। ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় শাখার কোনও জোনেই আগামী ২৪ সেপ্টেম্বর (শনিবার) রাত ১১টা ৪৫ থেকে ২৫ সেপ্টেম্বর (রবিবার) ভোর সাড়ে ৫টা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আসন সংরক্ষণ করা যাবে না। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, একলব্য চক্রবর্তীর তরফে একথা জানানো হয়েছে।  তিনি জানান,‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ (পিআরএস)-এর তথ্যভান্ডারে কাজ চলার জন্যই টিকিট সংরক্ষণের কাজ স্থগিত রাখা হবে।

আরও পড়ুন:বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৫৫ কোটি টাকার সোনা, গ্রেফতার ৪


নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীরা ইন্টারনেটে বা অন্য কোনও উপায়েই আসন সংরক্ষণ করতে পারবেন না বলে জানানো হয়েছে। এমনকি ট্রেনের সূচি-সহ অন্য কোনও বিষয় অনুসন্ধানও করতে পারবেন না। তবে শুধু পূর্ব রেলের ক্ষেত্রেই যে তা কার্যকর হবে তেমনটা নয়। পূর্বাঞ্চলীয় শাখার অন্তর্গত দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ-পূর্ব মধ্য রেল, উত্তর সীমান্ত রেলের ক্ষেত্রেও এই বিধিনিষেধ বলবৎ থাকবে।রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যাত্রীদের অসুবিধা হবে বলে আগাম দুঃখপ্রকাশ করা হয়েছে।