বিজেপি বিশ্বাসঘাতককে মাঠে নামাচ্ছে,নাম না করে মিঠুনকে কটাক্ষ কুণালের

বিজেপি বিশ্বাসঘাতককে মাঠে নামাচ্ছে পুজোয় জনসংযোগে। কিন্তু বাংলার মানুষ বিশ্বাসঘাতককে মানে না।আসলে বিজেপির কোনও জনসংযোগ নেই। পাড়ায় কারও সঙ্গে ওরা মেশে না। তাই পুজো করার জন্য হল ভাড়া করতে হয়।

দুর্গাপুজোয়  এবার মিঠুন চক্রবর্তীর ওপর ভরসা রাখছে বিজেপি।শুক্রবার সকালেই শহরে পা রাখেন মহাগুরু। শুধুমাত্র কলকাতা নয়, এর পাশাপাশি বালুরঘাট, বর্ধমান, বোলপুরে পুজো উদ্বোধন করার কথা তার। পুজোর মুখে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে বিজেপির কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন,বিজেপি বিশ্বাসঘাতককে মাঠে নামাচ্ছে পুজোয় জনসংযোগে। কিন্তু বাংলার মানুষ বিশ্বাসঘাতককে মানে না।আসলে বিজেপির কোনও জনসংযোগ নেই। পাড়ায় কারও সঙ্গে ওরা মেশে না। তাই পুজো করার জন্য হল ভাড়া করতে হয়।

বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর থেকেই বঙ্গ বিজেপির জন বিচ্ছিন্নতা কাটছে না। তাই জনসংযোগ বাড়াতে শারদোৎসবকে সামনে রেখে হেভিওয়েট নেতাদের বাংলায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।কিন্তু অমিত শাহ ও জে পি নাড্ডাদের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারছে না বঙ্গ বিজেপি।