Wednesday, December 3, 2025

সহজেই ঘুরে আসুন মহাকাশে,ভারতের পর পর্যটন ব্যবসার ভাবনা চিনের

Date:

Share post:

বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন এলন মাস্ক, জেফ বেজসের মতো ধন কুবেররা। মাসকয়েক আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোও জানিয়েছিল,মহাকাশ পর্যটন নিয়ে তাঁরাও ভাবনাচিন্তা করছে। এবার সেই পথে হাঁটল চিনও। চিন মহাকাশ যাত্রীদের জন্য প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করার মিশন নিয়ে কাজ করছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে এই মিশনটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:পূর্ব লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখার কাছে সেনাঘাঁটি সরিয়ে নিচ্ছে চিন

চিনা মহাকাশ পর্যটন প্রকল্প ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে এবং ক্রমেই এর পরিধি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ইয়াং ইকিয়াং। প্রসঙ্গত, ইয়াং ২০১৮ সালে ‘লং মার্চ ১১’ রকেট প্রকল্পের সাধারণ পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।ইয়াং জানান, একবারে ৭ জন যাত্রী ১০ মিনিটের এই যাত্রায় যেতে পারবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিমি উচ্চতায় নিয়ে যাওয়া হবে তাদের। তবে এই যাত্রার জন্য শারীরিক ভাবে উপযুক্ত হতে হবে বলে জানান তিনি। ইয়াংয়ের কোম্পানি ইতিমধ্যে দেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রাভেল কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানা গিয়েছে। যাত্রীদের মহাকাশে পাঠানোর আগে বেশ কয়েকটি মানবহীন পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে। পরের বছর থেকেই এই পরীক্ষা শুরু হবে বলে জানা গিয়েছে।

তবে, এ ভ্রমণ বেশ ব্যয় সাপেক্ষ। এতদিন যেখানে মহাকাশচারীরা যেতে পারতেন, সেই মহাকাশ ঘুরতে হলে আপনার পকেট থেকে খসবে লক্ষাধিক টাকা। জানা গেছে, মাথাপিছু খরচ পড়বে ২ লক্ষ ৮৭ হাজার ডলার থেকে ৪ লক্ষ ৩০ হাজার ডলার। চিনা টাকায় যা দুই থেকে তিন মিলিয়ন ইয়েন।তবে এখানে গেলে আপনি দেখতে পাবেন কালো আকাশ। যেখানে জ্বলজ্বল করে কোটি কোটি তারা। স্পষ্টভাবে দেখা যায় ছায়াপথ।

মহাকাশ ভ্রমণ যে প্রতিটি মানুষের কাছে এক স্বপ্ন তা বলা বাহুল্য।  অদূর ভবিষ্যতে এই পর্যটন যে ব্যাপক লাভদায়ক ব্যবসা হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থারা বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। ইসরোর তরফেও বলা হয়, ভবিষ্যতে মহাকাশ ভ্রমণের জন্য আলাদা করে প্রস্তুতি নিচ্ছে তারা।

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...