Monday, November 10, 2025

পুজোর আগে পর্যটকদের জন্য দুঃসংবাদ! গ্লেনারিজে মিলবে না দার্জিলিং চা

Date:

গ্লেনারিজ (Glenarys) থেকে দার্জিলিং চা (Darjeeling Tea) বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিলেন কর্ণধার অজয় এডওয়ার্ডস (Ajay Edward)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার থেকে শৈল শহরের ঐতিহ্যবাহী ক্যাফেতে আর মিলবে না দার্জিলিং চা। সম্প্রতি চা বাগানের কর্মীদের পুজোর বোনাসকে (Puja Bonus) কেন্দ্র করেই এমন অভূতপূর্ব পদক্ষেপ নিল ‘গ্লেনারিজ’। শুক্রবার থেকেই ক্যাফেটিতে বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিং চা।

চা শ্রমিকদের এক কিস্তিতে ২০ শতাংশ বোনাস দিতে হবে। এই দাবিই তুলেছেন গ্লেনারিজের কর্ণধার তথা হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। গত পরশু শিলিগুড়িতে শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হয় দুই কিস্তিতে ২০ শতাংশ বোনাস (Bonus) পাবেন পাহাড়ের চা শ্রমিকেরা। পুজোর আগে প্রথম কিস্তি এবং দীপাবলির পর বাকি ৫ শতাংশ।

বাঙালির আবেগের আরেক নাম দার্জিলিং। দমবন্ধ পরিস্থিতি থেকে বাঁচতে বাঙালির কাছে বাড়তি অক্সিজেন পাহাড়। তবে পাহাড় ঘোরার সাধ থাকলে সবসময় সাধ্য থাকে না। তাই বাজেটের মধ্যে পাহাড়ের শীতলতা অনুভব করতে দার্জিলিঙের জুড়ি মেলা ভার। আর পাহাড়ে বেড়াতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে করতে যদি গ্লেনারিসে বসে এক পেয়ালা চা না খেলেন তাহলে দার্জিলিং ভ্রমণ বৃথা।

তবে শুধু চা নয়, ক্যাফের মেনুতে থাকে একাধিক লোভনীয় আইটেম। সে বার্গারই হোক বা পেস্ট্রি, হট চকোলেট বা স্যানডুইচ সবেতেই যেন স্বর্গীয় স্বাদ। সবকিছুকে ছাপিয়ে এবং গ্রহণযোগ্যতার (Acceptance) নিরিখে দার্জিলিং চা-ই সবার মনের মণিকোঠায়। আর সেই চা বন্ধের সিদ্ধান্ত নিল গ্লেনারিস। তবে পুজোর আগে এমন সিদ্ধান্তে পাহাড়ের এই ক্যাফেতে যে কিছুটা হলেও প্রভাব পড়বে তা বলাই বাহুল্য।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version