ব‍্যাট হাতে কামাল দেখাচ্ছেন সচিন, টি-২০ বিশ্বকাপে নেওয়া হোক তেন্ডুলকরের, ঝড় সোশ্যাল মিডিয়ায়

২০ বলে ৪০ রান করলেন সচিন। যার সুবাদে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইংল‍্যান্ড লেজেন্ডসদের ৪০ রানে হারাল ইন্ডিয়া লেজেন্ডস

অবসরের পরও ২২ গজে নেমে কামাল দেখাচ্ছেন সচিন তেন্ডুলকর। ৪৯ বছর বয়সেও ব‍্যাট হাতে সাবলীল মাস্টার ব্লাস্টার। বৃহস্পতিবার তিনি এমন একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন, যেটা ছাপিয়ে যাবে বর্তমান প্রজন্মের ব্যাটারদের  পারফরম্যান্সকেও। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে দেখে মনে হচ্ছিল, যেন সেই অতীতেই রয়েছে সকলে। ২০ বলে ৪০ রান করলেন সচিন। যার সুবাদে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইংল‍্যান্ড লেজেন্ডসদের ৪০ রানে হারাল ইন্ডিয়া লেজেন্ডস।

চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে একেবারে পুরোন ফর্মে নিজেকে মেলে ধরেছেন সচিন তেন্ডুলকর। বৃহস্পতিবারই ইংল‍্যান্ড লেজেন্ডসে বিরুদ্ধেও ব‍্যাটের জাদু দেখালেন তিনি। ইনিংস শুরু করার পরে তেন্ডুলকর ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে তাঁর প্রথম বাউন্ডারি মারার আগে অবশ্য একটি সিঙ্গেল দিয়ে তাঁর রানের খাতা খোলেন। পরের ওভারেই তেন্ডুলকর প্রাক্তন ইংল্যান্ড পেসার ক্রিস ট্রেমলেটকে দু’টি ছক্কা এবং একটি চার হাঁকান। প্রথম ছক্কাটি ফাইন লেগে বাউন্ডারির ​​উপর দিয়ে চলে যায়। যদিও দ্বিতীয় ছক্কাটি নেটপাড়ায় বেশি ভাইরাল হয়েছে। আর সচিনের এই পারফরম্যান্স দেখার পরই আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে নেওয়ার জন্য আবেদন করেছেন নেটিজেনরা। এছাড়া সচিনের ব্যাটিং দেখে নস্টালজিয়ায় ভুগছেন ক্রিকেটভক্তরা।

আরও পড়ুন:প্রস্তুতি শুরু সুনীলদের, ‘এই সফর দলের তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে’, মত বাইচুং-এর