Thursday, August 28, 2025

আসানসোল শ্যুট আউট, কারখানার ভিতর গুলিতে মৃত নিরাপত্তারক্ষী

Date:

কারখানার ভেতর গুলি চলল আসানসোলে। ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক নিরাপত্তারক্ষীর(Security)। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের(Asansol) সালানপুরের লোহা কারখানায়। ঘটনার জেরে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পর থেকেই পলাতক আর এক নিরাপত্তারক্ষী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে শুক্রবার আসানসোলের একটি লোহা কারখানার ভিতর হঠাৎ বন্দুকের আওয়াজ শোনা যায়। এ পরই স্থানীয় লোকজন কারখানার ভেতর ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আনন্দ অরবিন্দ নামে এক নিরাপত্তারক্ষী। তাঁরই সহকর্মী, আরেক নিরাপত্তারক্ষী আরেক সহকর্মী তথা ‘গানম্যান’ আশিস দাসের রাইফেলের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার পর থেকেই পদার্থক আশিস।

এক শ্রমিকের মতে, ‘গানম্যান’ আশিস দাস নাকি নিরাপত্তারক্ষী অরবিন্দকে রাইফেলটি দিয়ে বাইরে খাবার খেতে গিয়েছিলেন। তখনই এই ঘটনা ঘটে।
এখন প্রশ্ন উঠছে, ওই রাইফেল নিয়ে আত্মহত্যা করেছেন আনন্দ নাকি রাইফেলটি নাড়াচাড়া করতে গিয়ে অসাবধানবশত গুলি লেগে গিয়েছে? নাকি তাঁকে খুন করা হয়েছে? ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর (Salanpur) থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর নিরাপত্তারক্ষী আনন্দ অরবিন্দকে জেলা হাসপাতালে পাঠানো হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version