Tuesday, November 11, 2025

“রামরাজ্য পেতে খরচ তো হবেই”, ৫ রাজ্যের ভোটে বিজেপির কোটি কোটি ব্যয় নিয়ে খোঁচা মহুয়ার

Date:

গত কয়েক মাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly election) কোটি কোটি টাকা খরচ করেছে বিজেপি (BJP)। যা নিয়ে এবার গেরুয়া শিবিরের দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mohua Moitra)। বললেন, “রামরাজ্য পেতে খরচ তো হবেই”!

নির্বাচন কমিশনে (election commission) দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং মণিপুরের বিধানসভা নির্বাচনে বিজেপি খরচ করেছে প্রায় ৩৪৫ কোটি টাকা। যা ২০১৭ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি। ২০১৭ সালে এই রাজ্যগুলির বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের খরচ ছিল ২১৮ কোটি টাকা। আর এবার ৩৪৫ কোটির মধ্যে শুধু উত্তরপ্রদেশেই খরচ হয়েছে ২২১ কোটি টাকা। গতবারের তুলনায় যা ২৬ শতাংশ বেশি।

বিজেপির এই বিপুল খরচের বহরকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর খোঁচা, “রামরাজ্য চাইলে এটুকু খরচ তো করতেই হবে। এই যে হিসাব দেখানো হচ্ছে, এটা শুধু খাতায় কলমে। এর বাইরে আরও অনেক খরচ হয়েছে। যেটা হিসাবের মধ্যেও নেই।”

অন্যদিকে, খরচের নিরিখে বিজেপির ধারেকাছে নেই বিরোধীরা। এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস খরচ করেছে প্রায় ১৯৪ কোটি টাকা। যদিও আগেরবারের তুলনায় তা অনেকটাই বেশি।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version