Sunday, August 24, 2025

বুথ স্তরে সংগঠন নেই কেন? বঙ্গ বিজেপি নেতাদের কড়া ধমক ধর্মেন্দ্র প্রধানের

Date:

দলের সাংগঠনিক বৈঠকে জেলা নেতাদের কড়া ধমক দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।জেলার নেতারা বুথস্তরে কেন পৌঁছাচ্ছেন না তা জানতে চান তিনি। বুথ থেকে ব্লকস্তরে কোনও সংগঠন নেই জেনে অবাক ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানিয়ে দেন, শুধু কেন্দ্রীয় নেতৃত্ব সব উতরে দেবে সেটা সম্ভব নয়।

রাজ্যে দলীয় প্রবাস কমর্সূচিতে এসেছেন বিজেপির এই শীর্ষ নেতা। শুক্রবার উত্তর ও দক্ষিণ কলকাতা জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ন‌্যাশনাল লাইব্রেরিতে। সেখানে তিনি নীচুস্তরে দলের সংগঠন মজবুত করার ওপর জোর দেন।ভাল ফল না হওয়ায় বিজেপিরই (BJP) বদনাম হচ্ছে বলে জেলা নেতৃত্বকে স্মরণ করিয়ে দেন তিনি।
এদিন দায়িত্বে থাকা দমদম, যাদবপুর এবং উত্তর ও দক্ষিণ কলকাতা লোকসভা এলাকার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।নেতারা কেন বুথ ও শক্তিকেন্দ্রে ঠিকমতো যাচ্ছেন না, অসুবিধা কোথায় রয়েছে, তাও জানতে চান ধর্মেন্দ্র প্রধান। এক মাস পর তিনি ফের আসবেন এবং সংগঠনের কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী । শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”বাংলায় শিক্ষাব্যবস্থা ঠিকঠাক চলছে না । গত কয়েক বছর ধরে এখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরি পদপ্রার্থীরা আন্দোলন করছেন । হাইকোর্টে এই নিয়োগ দুর্নীতিতে সংশ্লিষ্ট প্রচুর লোকের নাম এসেছে । তাদের থেকে টাকা উদ্ধার হয়েছে। ওই দফতরের মন্ত্রী গ্রেফতার হয়েছেন । এরপরেও রাজ্য সরকারের ঘুম ভাঙছে না । এটা খুবই চিন্তার বিষয় ।

তিনি অভিযোগ করেন, মন্ত্রী-আমলারা জেলে যাওয়ার পরেও এই সরকার কিছুই করছে না । এই কারণে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম । কিন্তু তার উত্তর এখনও পাইনি ।”

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version