আজ মহালয়া। পিতৃপক্ষের সমাপ্তি। শুরু হল দেবীপক্ষ। সকাল থেকেই গঙ্গার ঘাটে শুরু হয়েছে তর্পণ। আকাশে-বাতাসে দুর্গাপুজোর আবহ। তারমধ্যে ফিরল স্বস্তি। ৬ দিনের মাথায় অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়ের মানুষ।

আরও পড়ুন:‘মহালয়ার অলৌকিক ভোর’, উৎপল সিনহার কলম

শনিবার মধ্যরাতের বিক্ষোভরত কুড়মি সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করেন প্রশাসনের আধিকারিকরা। তারপর মহালয়ার সকাল সাতটা নাগাদ পশ্চিম মেদিনীপুর থেকে খেমাশুলি থেকে অবরোধ তুলে নেওয়া হয়। কুস্তাউরেও উঠেছে অবরোধ। যদিও শনিবারই কুড়মি সম্প্রদায়ের নেতা জানিয়েছিলেন, আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। যদিও আন্দোলন চলবে।

জানা গিয়েছে, ৩ জেলার ডিএমের সঙ্গে বৈঠকের পর জট কাটে। আদিবাসী উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগামী দিনে তাঁদের দাবি না মিটলে, আবারও আন্দোলনের পথে যেতে পারেন তাঁরা। আজ ছ’দিনে পড়ে তাদের আন্দোলন।

