Wednesday, January 14, 2026

পাখির চোখ লোকসভা নির্বাচন! দীর্ঘ ৬ বছর পর ফের মুখোমুখি নীতীশ-সোনিয়া, থাকছেন লালুও

Date:

Share post:

দীর্ঘ ৬ বছর পর ফের মুখোমুখি হতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ জেডিইউ নেতা নীতীশ কুমার (Nitish Kumar) ও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। রবিবারই হবে দুই হেভিওয়েটের বৈঠক। সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Elecion)। ইতিমধ্যে রাজনীতির ময়দানে বিজেপি যেমন কোমর বেঁধে কাজে নেমে পড়েছে তেমনই বিরোধী শিবিরও পিছিয়ে নেই। ময়দানে নেমে পড়েছে বিরোধী দলগুলিও। আর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মুখোমুখি হচ্ছেন লালু, নীতীশ, সোনিয়া। ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী ঐক্যকে শক্তিশালী করতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। তবে এদিন সোনিয়ার সঙ্গে বৈঠকের পাশাপাশি রবিবারই হরিয়ানায় বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির আরও একটি বৈঠক রয়েছে। সেখানে লালু, নীতীশ ছাড়াও অখিলেশ যাদবও উপস্থিত থাকতে পারেন।

সম্প্রতি লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) দলীয় একটি সভায় জানান, দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন তিনি ও নীতীশ কুমার। এ ছাড়া ভারত জড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শেষ হলে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছে তিনি। তবে লালু ও নীতীশ চেয়েছিলেন এই বৈঠকে রাহুল গান্ধীও (Rahul Gandhi) উপস্থিত থাকুন। কিন্তু তিনি ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকার ফলে এই বৈঠকে থাকতে পারবেন না। তবে রাহুলের সঙ্গে চলতি মাসের শুরুতেই দেখা করেছিলেন নীতীশ। এদিন লালুপ্রসাদ আরও জানান, বিরোধীরা যদি একজোট হয়, তাহলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠিয়ে দেওয়া যাবে। সূত্র মারফত জানা গিয়েছে, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও (Tejashwi Yadav) খুব শীঘ্রই সোনিয়ার সঙ্গে দেখা করতে পারেন।

তবে সোনিয়ার সঙ্গে কেন বৈঠক, তা নিয়ে ইতিমধ্যে উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, গান্ধী পরিবারের কোনও সদস্য কংগ্রেসের সভাপতি পদে থাকবেন না। পরবর্তী কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে উঠে আসছে শশী থারুর ও অশোক গেহলটের নাম। পরিবারতন্ত্রের তকমা ঘোচানোর জন্যই এহেন পদক্ষেপ করছে কংগ্রেস, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:মহালয়ার দিন চেতলা অগ্রণী থেকে জেলায় জেলায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...