Tuesday, November 4, 2025

আজ কলকাতা লিগে নামছে ইমামি ইস্টবেঙ্গল, নামছে মহামেডানও

Date:

আজ কলকাতা লিগের অভিযান শুরু করতে চলেছে ময়দানের অন্যতম দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স রাউন্ডের ম্যাচে নামছে ময়দানের অন্যতম দুই প্রধান। লাল-হলুদের প্রতিপক্ষ খিদিরপুর এবং মহামেডান খেলবে এরিয়ানের বিরুদ্ধে। আইএসএলে খেলবে লাল-হলুদের মূল দল। তাই বিদেশিহীন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলই কলকাতা লিগে খেলবে। তবে মহামেডান তাদের সেরা দল নিয়েই মাঠে নামবে।

নৈহাটি স্টেডিয়ামে দুপুর আড়াইটে থেকে ইস্টবেঙ্গল খেলবে খিদিরপুরের বিরুদ্ধে। লাল-হলুদের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ ডাগ আউটে বসবেন। একই দিনে স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষণে ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিউটাউনের মাঠে ভারতীয় অনূর্ধ্ব ২০ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে কলকাতা লিগে রিজার্ভ দলের ফুটবলারদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে কনস্ট্যান্টাইনের।

ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো বলেছেন, ‘‘রিজার্ভ দলের সঙ্গে যোগ দিয়েছে কেরলের পাঁচ ফুটবলার। এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা টিকে জেসিনও আছে। আমরা সব ম্যাচ জেতার চেষ্টা করব।’’

অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন মহামেডান কলকাতা লিগের নিয়মানুযায়ী দুই বিদেশি নিয়েই সুপার সিক্সের প্রথম ম্যাচে খেলতে নামছে। টিম সূত্রে খবর, অধিনায়ক মার্কাস যোশেফ তো খেলবেনই। কোচ আন্দ্রে চেরনিশভের উপর নির্ভর করছে মার্কাসের পাশে বিদেশি স্ট্রাইকার খেলবেন নাকি একজন স্টপার খেলানো হবে। স্ট্রাইকার খেললে নাইজেরীয় দাউদা খেলবেন। স্টপার খেললে মাঠে নামবেন ওসমানে। মহামেডানে সামাদ, মিলন সিংদের চোট রয়েছে। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version