আজ কলকাতা লিগে নামছে ইমামি ইস্টবেঙ্গল, নামছে মহামেডানও

আইএসএলে খেলবে লাল-হলুদের মূল দল। তাই বিদেশিহীন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলই কলকাতা লিগে খেলবে।

আজ কলকাতা লিগের অভিযান শুরু করতে চলেছে ময়দানের অন্যতম দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স রাউন্ডের ম্যাচে নামছে ময়দানের অন্যতম দুই প্রধান। লাল-হলুদের প্রতিপক্ষ খিদিরপুর এবং মহামেডান খেলবে এরিয়ানের বিরুদ্ধে। আইএসএলে খেলবে লাল-হলুদের মূল দল। তাই বিদেশিহীন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলই কলকাতা লিগে খেলবে। তবে মহামেডান তাদের সেরা দল নিয়েই মাঠে নামবে।

নৈহাটি স্টেডিয়ামে দুপুর আড়াইটে থেকে ইস্টবেঙ্গল খেলবে খিদিরপুরের বিরুদ্ধে। লাল-হলুদের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ ডাগ আউটে বসবেন। একই দিনে স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষণে ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিউটাউনের মাঠে ভারতীয় অনূর্ধ্ব ২০ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে কলকাতা লিগে রিজার্ভ দলের ফুটবলারদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে কনস্ট্যান্টাইনের।

ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো বলেছেন, ‘‘রিজার্ভ দলের সঙ্গে যোগ দিয়েছে কেরলের পাঁচ ফুটবলার। এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা টিকে জেসিনও আছে। আমরা সব ম্যাচ জেতার চেষ্টা করব।’’

অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন মহামেডান কলকাতা লিগের নিয়মানুযায়ী দুই বিদেশি নিয়েই সুপার সিক্সের প্রথম ম্যাচে খেলতে নামছে। টিম সূত্রে খবর, অধিনায়ক মার্কাস যোশেফ তো খেলবেনই। কোচ আন্দ্রে চেরনিশভের উপর নির্ভর করছে মার্কাসের পাশে বিদেশি স্ট্রাইকার খেলবেন নাকি একজন স্টপার খেলানো হবে। স্ট্রাইকার খেললে নাইজেরীয় দাউদা খেলবেন। স্টপার খেললে মাঠে নামবেন ওসমানে। মহামেডানে সামাদ, মিলন সিংদের চোট রয়েছে। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস