Thursday, November 6, 2025

যে কোনও বড় কাজ করতে গেলে ভুল হয়। তবে পুরনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা ঠিক করেছি এবার থেকে ডবল চেকিং করা হবে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। এদিন নবান্নে (Nabanna) মুখ্যসচিব জানান, রাজ্য সরকার কোনও চাকরি অফার করছে না। সরকার শুধু একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যার মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় কর্মী নিয়োগ করছে। তিনি আরও জানিয়েছেন, প্লেসমেন্টের ক্ষেত্রে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে।

একইসঙ্গে হরিকৃষ্ণ জানান, আমরা এমন কিছু করি না যাতে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতে কোনও সমস্যা হয়। তিনি আরও বলেন, একটা দুর্ভাগ্যজনক ঘটনা হুগলিতে ঘটেছে। ১০৭ জন কে চাকরি অফার করা হয়েছিল সেটা নিয়েই তৈরি হয়েছিল বিভ্রান্তি। গত ১৬ সেপ্টেম্বর সিআইআই এফআইআর দায়ের করেছে ওদের এক এজেন্টের বিরুদ্ধে। ওই ১০৭ জনের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। ঘটনা নিয়ে ইতিমধ্যে আমি CII-র সঙ্গে আলোচনা করেছি। তারাও কিন্তু এমনটা চায় না।
মুখ্যসচিব এদিন আরও জানিয়ছেন, ভোকেশনাল (Vocational Training) ট্রেনিং ও পলিটেকনিকের (Polytechinc) ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে৷ গত দশ বছরে ১৭৬ টি নতুন পলিটেকনিক কলেজ খোলা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে বা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ২০১১ সালে ৩৪ হাজার ৮২১ জনের তালিকা ছিল৷ যা ১ লক্ষ ২৬ হাজার ৮০০ জন হয়েছে ২০২২ সালে। এখানে যারা ট্রেনিং নিচ্ছেন তারা সর্বভারতীয় স্তরে শীর্ষ স্থান পাচ্ছেন অনেকেই।

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version