Thursday, May 22, 2025

যে কোনও বড় কাজ করতে গেলে ভুল হয়। তবে পুরনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা ঠিক করেছি এবার থেকে ডবল চেকিং করা হবে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। এদিন নবান্নে (Nabanna) মুখ্যসচিব জানান, রাজ্য সরকার কোনও চাকরি অফার করছে না। সরকার শুধু একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যার মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় কর্মী নিয়োগ করছে। তিনি আরও জানিয়েছেন, প্লেসমেন্টের ক্ষেত্রে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে।

একইসঙ্গে হরিকৃষ্ণ জানান, আমরা এমন কিছু করি না যাতে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতে কোনও সমস্যা হয়। তিনি আরও বলেন, একটা দুর্ভাগ্যজনক ঘটনা হুগলিতে ঘটেছে। ১০৭ জন কে চাকরি অফার করা হয়েছিল সেটা নিয়েই তৈরি হয়েছিল বিভ্রান্তি। গত ১৬ সেপ্টেম্বর সিআইআই এফআইআর দায়ের করেছে ওদের এক এজেন্টের বিরুদ্ধে। ওই ১০৭ জনের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। ঘটনা নিয়ে ইতিমধ্যে আমি CII-র সঙ্গে আলোচনা করেছি। তারাও কিন্তু এমনটা চায় না।
মুখ্যসচিব এদিন আরও জানিয়ছেন, ভোকেশনাল (Vocational Training) ট্রেনিং ও পলিটেকনিকের (Polytechinc) ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে৷ গত দশ বছরে ১৭৬ টি নতুন পলিটেকনিক কলেজ খোলা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে বা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ২০১১ সালে ৩৪ হাজার ৮২১ জনের তালিকা ছিল৷ যা ১ লক্ষ ২৬ হাজার ৮০০ জন হয়েছে ২০২২ সালে। এখানে যারা ট্রেনিং নিচ্ছেন তারা সর্বভারতীয় স্তরে শীর্ষ স্থান পাচ্ছেন অনেকেই।

Related articles

বইপ্রেমীদের জন্য সুখবর, অ্যাক্রোপলিস মলে পাঁচ দিন ব্যাপি বইমেলার আয়োজন

শহর কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রিয় বইয়ের গন্ধে এবার মাতোয়ারা অ্যাক্রোপলিস মল। ভরা গ্রীষ্মে বইমেলার আয়োজন, উদ্যোগে...

নির্বাচনে সচিবের পদে টুটু বোস লড়লে, আমি সরে দাঁড়াব: দেবাশিস

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দুই পক্ষই নেমে পড়েছে জোর প্রচারে। বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করেছে মোহনবাগানের শাসক গোষ্ঠী।...

পঞ্চদশ অর্থ কমিশন: কেন্দ্রের কাছে প্রথম কিস্তির ১,৭০০ কোটি টাকা দাবি রাজ্যের

চলতি অর্থবর্ষের শুরুতেই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দের প্রথম কিস্তি হিসেবে কেন্দ্রের কাছে প্রায় ১,৭০০ কোটি টাকার দাবি জানাতে...

অমৃত ভারতের প্রকল্পের আওতায় রাজ্যের তিন স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন মোদির

অমৃত ভারত প্রকল্পের (Amrit Bharat Station Scheme)আওতায় ২৫ হাজার কোটি টাকা খরচ করে ৬৫০টি স্টেশন নতুন করে সাজানোর...
Exit mobile version