Tuesday, August 26, 2025

যে কোনও বড় কাজ করতে গেলে ভুল হয়। তবে পুরনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা ঠিক করেছি এবার থেকে ডবল চেকিং করা হবে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। এদিন নবান্নে (Nabanna) মুখ্যসচিব জানান, রাজ্য সরকার কোনও চাকরি অফার করছে না। সরকার শুধু একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যার মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় কর্মী নিয়োগ করছে। তিনি আরও জানিয়েছেন, প্লেসমেন্টের ক্ষেত্রে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে।

একইসঙ্গে হরিকৃষ্ণ জানান, আমরা এমন কিছু করি না যাতে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতে কোনও সমস্যা হয়। তিনি আরও বলেন, একটা দুর্ভাগ্যজনক ঘটনা হুগলিতে ঘটেছে। ১০৭ জন কে চাকরি অফার করা হয়েছিল সেটা নিয়েই তৈরি হয়েছিল বিভ্রান্তি। গত ১৬ সেপ্টেম্বর সিআইআই এফআইআর দায়ের করেছে ওদের এক এজেন্টের বিরুদ্ধে। ওই ১০৭ জনের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। ঘটনা নিয়ে ইতিমধ্যে আমি CII-র সঙ্গে আলোচনা করেছি। তারাও কিন্তু এমনটা চায় না।
মুখ্যসচিব এদিন আরও জানিয়ছেন, ভোকেশনাল (Vocational Training) ট্রেনিং ও পলিটেকনিকের (Polytechinc) ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে৷ গত দশ বছরে ১৭৬ টি নতুন পলিটেকনিক কলেজ খোলা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে বা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ২০১১ সালে ৩৪ হাজার ৮২১ জনের তালিকা ছিল৷ যা ১ লক্ষ ২৬ হাজার ৮০০ জন হয়েছে ২০২২ সালে। এখানে যারা ট্রেনিং নিচ্ছেন তারা সর্বভারতীয় স্তরে শীর্ষ স্থান পাচ্ছেন অনেকেই।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version