Saturday, May 3, 2025

‘আফগানিস্তানে চুল কেটে দেয় তালিবানরা’, ভারতে এসে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা শিখ শরণার্থীর

Date:

Share post:

তালিবান ফের আফগানিস্তানের(Afghanistan) মাটি দখল করার পর সেখানে ফিরে এসেছে অতীতের ভয়াবহতা। মুসলিম সংখ্যা গরিষ্ঠ এই দেশে তালিবানের দৌলতে সংখ্যালঘুদের জীবন বিষাক্ত হয়ে উঠেছে। রবিবার সেখান থেকে ভারতে পালিয়ে এসেছেন ৫৫ জন আফগান শিখ(Afgan Sikh)। আর তাদেরই একজন সংবাদমাধ্যমকে জানালেন কীভাবে ধর্মের নামে নৃশংস অত্যাচার চালাচ্ছে তালিবান(Taliban) গোষ্ঠী।

রবিবার বিশেষ বিমানে দিল্লি এসে পৌঁছন এই ৫৫ শরণার্থী। দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বালজিত সিং নামে এক যুবক তালিবানের নিষ্ঠুরতা প্রসঙ্গে বলেন, “আফগানিস্তানের অবস্থা খুব একটা ভাল নয়। আমাকে চারমাস জেলে বন্দি করে রাখা হয়েছিল। তালিবান আমাদের প্রচণ্ড ঠকিয়েছে। জেলে আমাদের চুল কেটে নেওয়া হয়। ভারতে আসতে পেরে এবং নিজের ধর্মে ফিরতে পেরে আমি খুব খুশি।” সুখবীর সিং খালসা নামের অন্য এক শরণার্থী বলেন, “দ্রুত আমাদের ভিসা দিয়ে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। এখনও আমাদের পরিবারের ৩০ থেকে ৩৫ জন আফগানিস্তানে আটকে রয়েছেন।

উল্লেখ্য, অমৃতসরের শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে দুর্দশাগ্রস্ত সংখ্যালঘুদের সরিয়ে নেওয়ার জন্য ওই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল। গত জুন মাসে কাবুলের গুরুদ্বার কার্তে পারওয়ানে হামলার পর এখনও পর্যন্ত প্রায় ৬৮ জন আফগান হিন্দু ও শিখ এদেশে এসেছেন। যাত্রীদের বিমান ভাড়া কমিটি বহন করেছে। তবে আফগান শিখদের দেশ ছাড়ার অনুমতি দিলেও ধর্মগ্রন্থ আনতে দেয়নি তালিবান। ফলে আফগানিস্তানেই রয়ে গিয়েছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থ সাহিব’ এবং সাচ্চি সাহিব’ দু’টি সংস্করণ। এই পবিত্র গ্রন্থ দুটি যাতে দ্রুত ভারতে ফেরানো যায় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবে সংশ্লিষ্ট কমিটি।

spot_img
spot_img

Related articles

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...