Friday, August 22, 2025

উৎসবের মরশুমে ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রশাসনের তরফে একাধিক সতর্কতা জারি করা হলেও ডেঙ্গির প্রকোপ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এবার ডেঙ্গির কবলে পড়ে মৃত্যু হল তিন জনের।স্বভাতই এই ঘটনায় চিন্তায় প্রশাসন।

আরও পড়ুন:উত্তরবঙ্গের ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সক্রিয় সরকার, বিধানসভায় জানালেন চন্দ্রিমা

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কুঁদঘাটের ব্যানার্জি পাড়া রোডে মৃত্যু হল এক বৃদ্ধার। নাম অঞ্জলি চক্রবর্তী (৯০)। এমআর বাঙুর হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হন তিনি। মঙ্গলবার সকাল পৌনে ৬টা নাগাদ মৃত্যু হয় তাঁর।অন্যদিকে, মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এক গৃহবধূর। মৃত মৌমিতা ভট্টাচার্য জয়নগর-মজিলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে খবর, শনিবার ডেঙ্গি ধরা পড়ে বছর ২৬-এর গৃহবধূর। তাঁকে সোনারপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। সোমবার রাতেই তাঁর মৃত্যু হয়।পুজোর আগে ওই গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

অন্য দিকে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সল্টলেকের বাসিন্দা ৫ বছরের এক শিশুর। হাসপাতাল সূত্রের খবর, শক সিনড্রোম নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়েছিল । কিন্তু পুজোর মুখে শিশুটির মৃত্যুতে শোকের পরিবেশ শিশুটির বাড়িতে।

এদিকে পুজোর আগে থেকে ডেঙ্গি সংক্রমণ ঘিরে উদ্বেগ বাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর সময় প্যান্ডেলগুলিতেও মশার স্প্রে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে মেয়র জানান, কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ডেঙ্গির সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছি।”

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version