Thursday, August 21, 2025

ফের শহরে সিবিআই হানা। মঙ্গলবার সাতসকালে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের মোট তিনটি টিম বেরোয়। পাঁচ সদস্যের একটি টিম যোধপুর পার্কের এক চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে। পাঁচজন সিবিআই অফিসার রয়েছেন সেখানে। ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও তাঁর পরিবারের লোকের সঙ্গে তদন্তকারীরা কথা বলছেন বলেও সূত্রের দাবি। তবে কেন এই বাড়িতে সিবিআইয়ের হানা তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:সান্মার্গ চিটফান্ড কেলেঙ্কারি মামলায় বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI

অন্যদিকে গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি অফিসেও  চলছে তল্লাশি অভিযান। তবে কেন এই অভিযান, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।  জানা গেছে,যোধপুরের ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ে একটি অফিস আছে। অন্যদিকে সিবিআইয়ের অপর একটি দল ইএম বাইপাস হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের দিকে গেছে। এই দুইয়ের সঙ্গে কোনও যোগ রয়েছে কি না সেদিকেও নজর থাকছে।

এদিন সাত সকালে  সিবিআইয়ের মোট তিনটি টিম বেরোয়। প্রথম গাড়িতে পাঁচজন আধিকারিক ছিলেন, দ্বিতীয় গাড়িতে ছিলেন আরও পাঁচজন। শেষ যে গাড়িটি সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় সেই গাড়িতে ছ’জন ছিলেন। সকাল সকাল তিন গাড়ি ভর্তি সিবিআই আধিকারিকের বেরোনো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version