নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রিবাহী বাস, আহত বহু

মঙ্গলবার সাত সকালে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বড়সড় দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবোঝাই একটি বাস ভবানীপুর থানার চকদ্বীপার কাছে প্রচণ্ড গতিতে ডিভাইডারে ধাক্কা মারতেই রাস্তার পাশের একটি গভীর পুকুরে উল্টে যায় বাসটি। ঘটনায় আহত হন কমপক্ষে ৪০ জন যাত্রী। দুর্ঘটনার আওয়াজ পেতেই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই। পরে ভবানীপুর থানার পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়। ইতিমধ্যেই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:তারাতলায় চলন্ত স্কুল বাসে আগুন! তীব্র চাঞ্চল্য

জানা গিয়েছে বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কবলে পড়ে কমবেশি প্রায় সব যাত্রীই জখম হয়েছেন। যাত্রীদের মধ্যে ৫ জন মহিলা ও ৪ জন শিশু গুরুতর জখম হয়েছেন।

জানা গিয়েছে, হলদিয়া থেকে যাত্রীবোঝাই বাসটি কুকড়াহাটি দিকে অগ্রসর হচ্ছিল। মাঝপথে চকদ্বীপার কাছে তা নিয়ন্ত্রণ হারায়। প্রথমে স্থানীয় একটি পুজোর গেটে ধাক্কা দেয় বাসটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে তা কটি ডিভাইডারে ধাক্কা মারতেই হুড়মুড়িয়ে পড়ে যায় পাশের পুকুরে। বিকট আওয়াজ পেয়ে  ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। চলছে উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল। একাধিকজন আহত হয়েছেন। আহতদের তড়িঘড়ি স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আহত এক বাস যাত্রীর কথায় , “বাসটি বিভিন্ন জায়গা থেকে যাত্রী তুলে এগিয়ে যাচ্ছিল। গতিও যথেষ্ট বেশি ছিল।

Previous articleদুর্গাপুজোয় মায়েদের বস্ত্র উপহার ত্রিপুরা তৃণমূলের
Next articleশহরের একাধিক জায়গায় সিবিআই তল্লাশি