Friday, November 14, 2025

কী কারণে রাহুলের ব‍্যাটে ধারাবাহিকতা নেই? মুখ খুললেন গাভাস্কর

Date:

অক্টোবরে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বসতে চলছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই মেগা টুর্নামেন্ট। কিন্তু তার আগে চিন্তুায় ভারতের প্রাক্তন সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। বলা ভালো কে এল রাহুল ছন্দ না পাওয়ায় চিন্তায় গাভাস্কর। দীর্ঘদিন পর চোট সারিয়ে জিম্বাবোয়ে সফর থেকে দলে যোগ দিয়েছেন রাহুল। ছিলেন এশিয়া কাপেও। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রাহুল নিজেকে। আর তাতেই চিন্তিত গাভাস্কর।

এশিয়া কাপে পাঁচ ম্যাচে রাহুলের সংগ্রহ ১৩২ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে ৩৫ বলে ৫৫ রান করেন। কিন্তু পরের দু’টি ম্যাচে রান পাননি সেভাবে। আর সেই কারণে টি-২০ বিশ্বকাপের আগে চিন্তায় রয়েছেন গাভাস্কর। তার মতে ধারাবাহিকতা দেখাতে পারছেন না রাহুল। এই নিয়ে গাভাস্কর বলেন, “দল যা চায় সেটা করতে চাইছে রাহুল। প্রথম ম্যাচে অর্ধশতরান করেছিল ও। পরের ম্যাচে প্রথম বল থেকেই ব্যাট চালাচ্ছিল। আট ওভারের ম্যাচ ছিল সেটা। দলের জন্য নিজের উইকেট উৎসর্গ করে দিয়ে আসে ও। ”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,” তৃতীয় টি-২০ ম্যাচে ন’রানের উপর প্রয়োজন ছিল প্রতি ওভারে। ভাল শুরু না হলে সেটা করা সম্ভব হয় না। ও নিজের উইকেট ছুড়ে দিয়ে এল। বিরাট কোহলির মতো রাহুল যখন ক্রিকেটীয় শট খেলছে, তখন ও রান পাচ্ছে। কিন্তু এই দুই ক্রিকেটার যখন আড়াআড়ি ভাবে ব্যাট চালাচ্ছে, তখনই আউট হচ্ছে। ওটা ওদের শক্তি নয় এটা বুঝতে হবে। ক্রস ব্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়ছে ওরা। বিরাট, রাহুল যদি এটা না করে তা হলে অনেক রান করবে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version