Saturday, August 23, 2025

তিনি এখন কোন দলে? এবার কাঁথির সাংসদ শিশির অধিকারীকে সমন পাঠাল লোকসভার প্রিভিলেজ কমিটি। আগামী ১২ অক্টোবর বেলা সাড়ে ১২টায় তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। গত ২০ সেপ্টেম্বর তৃণমূলের পক্ষ থেকে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ নিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আর্জি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরই বর্ষীয়ান সাংসদকে হাজিরার নির্দেশ দিল প্রিভিলেজ কমিটি।

স্পিকারের কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করলেও, তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। তাঁকে যত দ্রুত সম্ভব সদস্যপদ খারিজের আবেদন করেছি।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের মুখে ২০২০ সালে ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তাঁর ছোটভাই ভাই তথা শিশিরবাবুর ছোট ছেলে সৌমেন্দু অধিকারীও। এরপর বিধানসভা ভোটের আগে অমিত শাহর রাজনৈতিক সভামঞ্চে আচমকা দেখা যায় কাঁথির সাংসদ শিশির অধিকারীকেও। তিনি তৃণমূলের সাংসদ পদ ছেড়েই বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে কিভাবে যোগ দিলেন? এই অভিযোগ তুলে শিশিরের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শিশির অধিকারী অবশ্য এখনও দাবি করেছেন, তিনি তৃণমূলেই আছেন। একইসঙ্গে অর্জুন সিংয়ের অবস্থানও জানতে চান স্পিকার।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version