Tuesday, August 26, 2025

সিঙ্গাপুরের কাছে কোনওক্রমে হার বাঁচানোর পর ভিয়েতনামের বিরুদ্ধে ০-৩ গোলে হারল ভারত। নিজেদের মাঠে দর্শক সমর্থন নিয়েই মাঠে নেমেছিল ভারতের থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ে মাত্র সাত ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম। ঘরের মাঠে তারাই ছিল ফেভারিট। কিন্তু ইগর স্টিমাচের দল কোনও ভাবেই তাদের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি।

শুরুর পাঁচ মিনিটের মধ্যে সুনীল ছেত্রী, অনিরুদ্ধ থাপারা ভিয়েতনাম গোলমুখে চাপ তৈরি করলেও বিপক্ষ রক্ষণ ভাঙতে পারেননি। এশিয়ান কাপের আগে টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। ভাল প্রস্তুতি এবং আরও ফ্রেন্ডলি ম্যাচ খেলার জোরালো দাবিও উঠে পড়ল এদিন।

ম্যাচের ৪৩ মিনিটে প্রতিআক্রমণে সুনীল ছেত্রীর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া গোটা ম্যাচে ভারতীয়রা সেভাবে দাগ কাটতে পারেনি। কার্যত বিনা প্রস্তুতিতে জোড়া ফ্রেন্ডলি খেলতে গিয়ে হতাশ করল স্টিমাচের ভারত। দু’টি ম্যাচই জিতে ত্রিদেশীয় হাং থিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভিয়েতনাম। প্রতিযোগিতার পুরস্কার অর্থ হিসেবে চ্যাম্পিয়ন হয়ে ৩০ হাজার ডলার পেল তারা। ভিসা ইস্যুতে দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়া দুই ফুটবলার সন্দেশ ঝিঙ্গান এবং চিঙ্গলেনসানা সিং এদিন খেলেন। কিন্তু তাতেও ভারতীয় দলের খেলায় উন্নতি চোখে পড়েনি।

খেলা শুরুর প্রথম সাত-আট মিনিট প্রাধান্য নিয়ে খেলার চেষ্টা করেছিল ভারত। এর পর খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে ভিয়েতনামের অনুকূলে। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণে চাপ বাড়ান ভিয়েতনামের ফুটবলাররা। ১০ মিনিটে ভ্যান ডাচের গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান ভ্যান টোয়ান। ৭০ মিনিটে ভিয়েতনামের হয়ে তৃতীয় গোলটি করেন ভ্যান কোয়েত।

আরও পড়ুন:এরিয়ানের বিরুদ্ধে জয় লক্ষ‍্য লাল-হলুদের

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version